কলম্বো টেস্টে নাঈম না মিরাজ? 

টাইমস স্পোর্টস
2 Min Read
বোলিং অনুশীলনে মিরাজ-তাইজুল-নাঈম। ফাইল ছবি

ড্র হওয়া গল টেস্টের দ্বিতীয় ইনিংসে কামিন্দু মেন্ডিস-মিলান রথনায়েকের ৮৪ রানের জুটিতে বাংলাদেশের বিপক্ষে লিড নেওয়ার দ্বারপ্রান্তেই ছিল শ্রীলংকা। কিন্তু চতুর্থ দিন লাঞ্চ ব্রেকের পর স্পিন ভেলকি নিয়ে হাজির হন নাঈম হাসান। লংকানদের শেষ চার উইকেটের তিনটিই নেন এই অফস্পিনার। সব মিলিয়ে দেশের বাইরে প্রথমবার পান পাঁচ উইকেট। 

নাঈমের এই দারুণ পারফরম্যান্সের পর বুধবার কলম্বোতে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের টিম কম্বিনেশন সাজাতে বেশ চ্যালেঞ্জের মুখেই পড়তে যাচ্ছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। কারণ অসুস্থতায় প্রথম টেস্ট মিস করা মেহেদী হাসান মিরাজ ফিরছেন দ্বিতীয় টেস্টে। বাংলাদেশের সহ অধিনায়ক মিরাজের সাথে নাঈমকে খেলাতে একাদশ সাজাতে হবে তিন স্পিনার নিয়ে। সেক্ষেত্রে পেসার কমে যেতে পারে একজন। 

অবশ্য আগামীকাল ম্যাচ শুরুর আগে কলম্বোর উইকেট দেখেই একাদশ সাজানোর কথা বললেন কোচ ফিল সিমন্স। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই ক্যারিবিয়ান কোচ বলেন, ‘উইকেট দেখে ভালোই মনে হয়েছে। যদিও আজ এখনো দেখা হয়নি। কিন্তু গতকাল যা দেখেছি, তাতে বলা যায় উইকেট ভালো আছে।’

ঐতিহাসিকভাবে স্পিন সহায়ক হলেও গলের মতোই শুরুর দুই দিন ব্যাটাররা সহায়তা পাবেন কলম্বোর উইকেটে। স্পিনাররা এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন ম্যাচের দৈর্ঘ্য বাড়ার সাথে সাথে। সেদিক বিবেচনায় তিন স্পিনার নাকি তিন পেসার খেলাবে বাংলাদেশ, এই সিদ্ধান্ত নেয়াকে এক কথায় বেশ কঠিন বলেই স্বীকার করলেন সিমন্স।

নাঈমকে একাদশে বাইরে রাখার সম্ভাবনা নিয়ে সিমন্স বলেন, ‘গলে দারুণ একটা ম্যাচ কাটিয়েছে নাঈম। ওকে বাইরে রাখাটা কঠিন হবে। তবে সবাই জানে, দল সাজানোর ব্যাপারটা কন্ডিশনের ওপরউ নির্ভর করে, দলের জন্য যেটা ভালো, সেটাই করা হবে। আমরা সবসময় চেষ্টা করি, সিদ্ধান্ত নেয়ার সময় সবাই যেন এক পাল্লাতেই থাকে।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *