জুলাই আন্দোলন: আমিরাতে বন্দী ২৬ প্রবাসীর মুক্তি দাবি এনসিপির

টাইমস রিপোর্ট
1 Min Read
ঢাকার বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন নাসির উদ্দিন পাটোয়ারী। ছবি : টাইমস

সংযুক্ত আরব আমিরাতে বন্দী থাকা ২৬ প্রবাসী বাংলাদেশির মুক্তির দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডায়াস্পোরা এলায়েন্স। এই বাংলাদেশিরা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে বিক্ষোভ করায় তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

সোমবার ঢাকার বাংলা মোটরের রুপায়ন ট্রেড সেন্টারে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানানো হয়।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘২০২৪ সালে বাংলাদেশে যখন জুলাই আন্দোলন তুঙ্গে তখন প্রবাসীরাও বিভিন্ন দেশে বিক্ষোভ করেন। যার মধ্যে আমিরাতে বিক্ষোভ করায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে দেশটির সরকার। তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।’

সংবোদ সম্মেলন থেকে জানানো হয়, আওয়ামী লীগ সরকারের পতনের পর সাজাপ্রাপ্ত এসব ব্যক্তির মুক্তির উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এদের মধ্যে অনেকে মুক্তি পেলেও এখনো ২৬ জন সংযুক্ত আরব আমিরাতের কারাগারে রয়েছেন। অন্যদিকে বাংলাদেশে মানবেতর জীবনযাপন করছে তাদের পরিবার।

সংবাদ সম্মেলনে ৫ প্রবাসী বন্দীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা সরকারের স্বরাষ্ট্র,পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানান যেন, তাদের স্বজনদের দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়।

এখনো ২৬ প্রবাসীকে মুক্ত করতে না পারায় ক্ষোভও প্রকাশ করেন তারা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *