কক্সবাজারে ‘মার্কিন সেনা উপস্থিতি’ নিয়ে গুঞ্জন

টাইমস রিপোর্ট
1 Min Read
কক্সবাজার সৈকতের প্যারাসেলিং পয়েন্টে যুক্তরাষ্ট্রের সেনা ও বিমানবাহিনীর সদস্যরা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকতে যুক্তরাষ্ট্রের সেনা ও বিমানবাহিনীর সদস্যদের উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা গুঞ্জন। এ বিষয়ে কিছু ভিডিও ক্লিপ এবং ছবি প্রকাশ করে অনেকেই জানতে চাইছেন রহস্য।

বুধবার সন্ধ্যা পর্যন্ত সরকার ও প্রশাসনের পক্ষ থেকে এসব প্রচারণা নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তবে কক্সবাজারের স্থানীয় প্রশাসন জানিয়েছে, একটি প্রশিক্ষণের অংশ হিসেবে সেখানে যুক্তরাষ্ট্রের সেনা ও বিমানবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়কবলিতদের উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি প্রশিক্ষণের জন্য তারা কক্সবাজার সৈকতে যান।

চার দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে বুধবার। মূলত কক্সবাজার সৈকতের প্যারাসেলিং পয়েন্টে এই প্রশিক্ষণ হয়। এ প্রশিক্ষণ কার্যক্রমের শেষ দিনে যুক্তরাষ্ট্রের সেনা ও বিমান বাহিনীর সদস্যরা স্থানীয় প্রশিক্ষণার্থীদের সঙ্গে হাত মেলান এবং আলাপ করেন।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র দূতাবাসের সহযোগিতায় সেদেশের সেনা ও বিমান বাহিনীর কয়েকজন সদস্য বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দেন। এতে বন্যা ও ঘূর্ণিঝড়ের কবলে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার, পানিতে ভেসে যাওয়া থেকে উদ্ধারসহ নানা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। বুধবার সমাপনী দিনে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন এসব প্রশিক্ষকরা।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *