কক্সবাজার সমুদ্রসৈকতে যুক্তরাষ্ট্রের সেনা ও বিমানবাহিনীর সদস্যদের উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা গুঞ্জন। এ বিষয়ে কিছু ভিডিও ক্লিপ এবং ছবি প্রকাশ করে অনেকেই জানতে চাইছেন রহস্য।
বুধবার সন্ধ্যা পর্যন্ত সরকার ও প্রশাসনের পক্ষ থেকে এসব প্রচারণা নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
তবে কক্সবাজারের স্থানীয় প্রশাসন জানিয়েছে, একটি প্রশিক্ষণের অংশ হিসেবে সেখানে যুক্তরাষ্ট্রের সেনা ও বিমানবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়কবলিতদের উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি প্রশিক্ষণের জন্য তারা কক্সবাজার সৈকতে যান।
চার দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে বুধবার। মূলত কক্সবাজার সৈকতের প্যারাসেলিং পয়েন্টে এই প্রশিক্ষণ হয়। এ প্রশিক্ষণ কার্যক্রমের শেষ দিনে যুক্তরাষ্ট্রের সেনা ও বিমান বাহিনীর সদস্যরা স্থানীয় প্রশিক্ষণার্থীদের সঙ্গে হাত মেলান এবং আলাপ করেন।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র দূতাবাসের সহযোগিতায় সেদেশের সেনা ও বিমান বাহিনীর কয়েকজন সদস্য বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দেন। এতে বন্যা ও ঘূর্ণিঝড়ের কবলে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার, পানিতে ভেসে যাওয়া থেকে উদ্ধারসহ নানা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। বুধবার সমাপনী দিনে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন এসব প্রশিক্ষকরা।’