পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের উদ্যোগে শনিবার (১৯ এপ্রিল) রাজধানী জুড়ে অনুষ্ঠিত হবে দিনব্যাপী গণসংযোগ, পথসভা ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি।
সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ দিন পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক থেকে সকাল ১০টায় শুরু হয়ে উত্তরার রাজলক্ষ্মীতে গিয়ে শেষ হবে এ কর্মসূচি। পথে প্রেস ক্লাব, শাহবাগ, ফার্মগেট, মিরপুর-১০ নম্বর সেকশনসহ ছয়টি স্থানে অনুষ্ঠিত হবে পথসভা।
এসব পথসভায় বক্তব্য দেবেন সিপিবি, বাসদ, বাংলাদেশ জাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ছাত্র ও যুব সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট নাগরিক ও মানবাধিকার কর্মীরা।
আয়োজক সংগঠনের যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন ও অধ্যাপক খায়রুল ইসলাম চৌধুরী বিজ্ঞপ্তিতে কর্মসূচি সফল করতে ঢাকাবাসীর সহযোগিতা ও প্রশাসনের সহায়তা কামনা করেছেন।
পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধানে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। জনসংহতি সমিতির বরাবরের অভিযোগ, চুক্তির তিন দশকেও ভূমি কমিশন কার্যকর করাসহ চুক্তির মৌলিক বিষয়গুলো এখনো বাস্তবায়িত হয়নি।
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের উদ্যোগে এর আগেও চট্টগ্রামসহ বিভিন্ন নগরে পথসভা ও প্রচারপত্র বিলির অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।