আফরান নিশোকে সম্প্রতি দেখা গেলো ফিটনেস ট্রেইনার রুসলান হোসেনের স্টোরিতে। যেখানে তার সঙ্গে ছিলেন প্রযোজক শাহরিয়ার শাকিল ও নির্মাতা রেদওয়ান রনি। ছবিটি রুসলান হোসেনের জিমে তোলা। এ ছবি প্রকাশের পর প্রশ্ন উঠেছে নিশো কি তাহলে জিম করছেন ছবিটির জন্য।
সম্প্রতি নিশো, রনি ও শাকিল মিলে কাজাখস্তানের বিভিন্ন লোকেশন রেকি করে এসেছেন। ইনস্টাগ্রামে প্রকাশিত ছবি থেকে দেখা গেছে তার দেশটির বিভিন্ন পাহাড়ি এলাকায় লোকেশন রেকি করেছেন। এর আগে দম সিনেমার শুটিং লোকেশন হিসেবে সৌদি আরব, জর্ডানের নাম শোনা গেলেও কাজাখস্তানেই দৃশ্যায়ণের পরিকল্পনা করেছেন সংশ্লিষ্টরা।
ছবির প্রযোজনা সংস্থা আলফা আইয়ের একজন কর্মকর্তা টাইমস অব বাংলাদেশকে জানান, নিশো ছবিটির প্রস্তুতির অংশ হিসেবে জিম করছেন। এ ছবিতে তাকে বিভিন্ন দুর্গম এলাকায় শুটিং করতে হবে। এর জন্য নিজেকে তৈরি করছেন।
‘দম’-এর মাধ্যমে অনেকদিন পর নির্মাণে ফিরছেন রেদওয়ান রনি। তার ভাষায়, ‘দম নিয়ে দম বানাতে আসছি’। সত্য ঘটনার অনুপ্রেরণায় সার্ভাইবাল গল্প নিয় গড়ে উঠেছে ছবির কাহিনি।
ছবিটিতে যুক্ত হওয়ার সময় আফরান নিশো বলেছিলেন, ‘সিনেমায় পারফরমেন্সে অনেক চ্যালেঞ্জ আছে যা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি আমার জীবনে দেশে এ ধরনের সিনেমা দেখিনি’।
অন্যদিকে চঞ্চল চৌধুরীও আছেন ছবিতে। তিনি বলেছিলেন, “দম’ সিনেমার গল্পটা অসাধারণ, এ ধরনের গল্প নিয়ে আগে কাজ হয়নি, খুবই চ্যালেঞ্জিং, আমার মনে হয় দর্শকরাও চমকে যাবেন।”
সিনেমার প্রধান নারী চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট ও চরকির প্রযোজনায় নির্মিত দম সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ এর রোজার ঈদে। অক্টোবরের শেষ সপ্তাহে ছবিটির শুটিংয়ে যাবে।