ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৪৭ জনের মৃত্যু হলো। এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৯ জন।
এতে এ বছর আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩৭ হাজার ২০৬। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ৪৫ জন, চট্রগ্রাম বিভাগে ৮৪, ঢাকা বিভাগে ৪২, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৩৩, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৬৪, খুলনা বিভাগে দুই ও ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। এ ছাড়া জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯, আগস্টে ৩৯ জন মারা গেছেন। এ ছাড়া ১১ সেপ্টেম্বর পর্যন্ত মারা গেছেন ২৩ জন। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।