‘দম’-এ পূজা নাকি অন্য কেউ?

টাইমস রিপোর্ট
3 Min Read
পূজা চেরী। ছবি: সংগৃহীত

আহমেদ জামান শিমুল

জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি ‘আইসক্রিম’ নির্মাণের পরে আর কোনো চলচ্চিত্রই বানাননি। নাটকের এক সময়ের ব্যস্ত এ নির্মাতা বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’-র প্রধান নির্বাহী। ২০২৩ সালের ২৩ ডিসেম্বর রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে ঘোষণা দিয়েছিলেন ‘দম’ নির্মাণ করবেন। দুই বছর কোনো খবর না থাকলেও সম্প্রতি রনি ছবিটির কাজ শুরুর ঘোষণা দিয়েছেন। কাস্টিং তালিকায় চঞ্চল চৌধুরীর সঙ্গে যুক্ত হয়েছে আফরান নিশো। চঞ্চল-নিশোর সঙ্গে আরও একজনের নাম শোনা যাচ্ছে চলচ্চিত্রপাড়ায়—পূজা চেরী।

জানা গেছে, গেল দুমাস ধরে পূজা চেরীর সঙ্গে ছবিটি নিয়ে আলোচনা হচ্ছে। তার সঙ্গে মৌখিকভাবে কাস্টিংয়ের ব্যাপারে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। তবে পূজাকে নিয়ে ‘দম’ করার ব্যাপারটি অস্বীকার করেছেন রনি। তিনি বলেন, ‘নায়িকা নির্বাচনের আগে আমরা গল্প ও লোকেশন নিয়ে ভাবছি বেশি। অডিশনের মাধ্যমেই চূড়ান্ত করা হবে নায়িকা। সেপ্টেম্বর বা অক্টোবরে শুটিং শুরু করার পরিকল্পনা আছে, তাই লোকেশনই এখন মূল ফোকাস।’

প্রযোজনা সংস্থা সংশ্লিষ্ট একজন জানিয়েছেন, পূজাসহ বেশ কয়েকজন নায়িকার সঙ্গে তারা কথা বলেছেন। তাই পূজা বা যেই প্রধান নায়িকা হোক তাকে আগে অডিশনে উত্তীর্ণ হয়ে আসতে হবে।
এ ব্যাপারে পূজা চেরীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ছবিটির নাম ঘোষণা দেওয়ার পর বেশ বড় একটা সময় পার হয়ে গেছে। যার কারণে সবকিছু নতুন করে করতে হচ্ছে জানিয়ে রনি বলেন, ‘আমরা ছবিটির একটি চিত্রনাট্য আগে করেছিলাম। তখন করলে হয়তো সে চিত্রনাট্যেই করে ফেলতাম। এখন পরিবর্তিত পরিস্থিতিতে আমরা গল্প আরও বড় পরিসরে ভাবচ্ছি। বলতে পারি, গল্প আগের চেয়ে সমৃদ্ধ হচ্ছে।’

একটি সত্য ঘটনা অবলম্বনে ছবিটি নির্মিত হবে। রনি বলেন, ‘এটিকে বলতে পারেন টিকে থাকার লড়াইয়ের গল্প। এতে কিছুটা আন্তর্জাতিক কানেকশন আছে। যেটি আমরা পরে আনুষ্ঠানিকভাবে জানাবো। আরেকটু যদি বলি, তাহলে বলবো সাধারণ মানুষের মধ্যে যে শক্তি রয়েছে সে শক্তির গল্প তুলে আনা হচ্ছে ছবিটিতে।’

ছবিটি প্রযোজনা চরকি ও এসভিএফ আলফা আই স্টুডিজ। আগামী বছরের ঈদুল ফিতরকে টার্গেট করে ছবিটি বানানো হবে। তাহলে শুটিং কবে শুরু হবে? আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, ‘আমরা দম করছি, ছবিটি হচ্ছে এটা নিশ্চিত করতে পারি। কিন্তু কবে শুটিং বা চঞ্চল ছাড়া অন্য কাস্টিং কারা তা মন্তব্য করার সময় মনে হয় এখনও হয়নি।’

শিশুশিল্পী হিসেবে ক্যরিয়ার শুরু করা পূজা চেরীর নায়িকা হিসেবে অভিষেক হয় অভিমন্যু মুখার্জীর ‘নূর জাহান’ ছবি দিয়ে। তবে রায়হান রাফীর ‘পোড়ামন ২’ মুক্তির পর পরই নায়িকা হিসেবে তিনি আলোচনায় চলে আসেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *