দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষ পাঁচে অবস্থান করছে ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোর। আর দূষিত বাতাসের শহরের তালিকার মাঝারি শ্রেণিতে অবস্থান করছে ঢাকা।
বার্তা সংস্থা ইউএনবি’র খবরে বলা হয়, শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকার বাতাসের একিউআই সূচক ছিল ৭৮। আর ‘মাঝারি’ শ্রেণিতে ঢাকার স্থান তালিকার ২২ নম্বরে।
গত কয়েকদিন থেমে থেমে বৃষ্টি হওয়ায় ঢাকার বাতাসের মান অপরিবর্তিত আছে বলে জানিয়েছে ইউএনবি।
অন্যদিকে, বাতাসের একিউআই সূচকে ১২৭ স্কোর নিয়ে দূষিত শহর তালিকায় তৃতীয় অবস্থানে আছে দিল্লি। আর ১২৮ স্কোর নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে লাহোর।
দূষণের এই সূচক ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ হিসেবে গণ্য হয়। আর স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে ‘মাঝারি’ শ্রেণিভুক্ত হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
এই তালিকা মেনে দিল্লি এবং লাহোর ‘সংবেদনশীল’ ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দিয়েছে।
এই সময়ে ১৩৯, ১৫৩ ও ১৭০ একিউআই স্কোর নিয়ে শহর দুটির উপরে অবস্থান করছে উগান্ডার কাম্পালা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও কঙ্গোর কিনশাসা।
বায়ু দূষণের এই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। ৩০০-এর বেশি যেকোনো সূচক জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে।