সাবেক তিন গভর্নরের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে চাওয়া হয়েছে ছয় ডেপুটি গভর্নরের তথ্যও।
এই নয় জনের লেনদেন, হিসাব খোলার ফরমসহ যাবতীয় সব তথ্য চেয়ে বুধবার দেশের বিভিন্ন ব্যাংককে চিঠি দেওয়া হয়েছে।
ইউএনবি জানিয়েছে, ব্যাংকিং খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশনের অনুরোধের ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, প্রত্যেকের হিসাব খোলার ফরম, লেনদেন, কেওয়াইসিসহ যাবতীয় তথ্য তিন কর্মদিবসের মধ্যে বিএফআইইউয়ের কাছে পাঠাতে হবে। কারও কোনো হিসাব বন্ধ হয়ে গেলেও সেই তথ্য জানাতে বলা হয়েছে।
ব্যাংক হিসাব চাওয়া সাবেক গভর্নরা হলেন, ড. আতিউর রহমান, ফজলে কবির এবং আব্দুর রউফ তালুকদার।
আর ডেপুটি গভর্নররা হলেন- এস কে সুর চৌধুরী, মো. মাসুদ বিশ্বাস, আবু হেনা মো. রাজী হাসান, সাবেক ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামান, কাজী ছাইদুর রহমান ও আবু ফরাহ মো. নাছের।