এবার শৌভর বিরুদ্ধে পাল্টা ‘হুমকি-অপপ্রচারের’ অভিযোগ ‘চরকির’

টাইমস রিপোর্ট
3 Min Read
অভিযুক্ত নির্মাতা শৌভ রহমান রনি

এবার চলচ্চিত্র নির্মাতা শৌভ রহমান রনির বিরুদ্ধে ‘অনৈতিক চাপ, হুমকি ও অপপ্রচারের’ অভিযোগ তুলে রাজধানীর তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকির’ কর্মকর্তা শাহরিয়ার সাগর।

টাইমস অব বাংলাদেশের কাছে থাকা জিডির কপিতে দেখা যায়, শৌভর বিরুদ্ধে অভিযোগ,  তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ভুয়া পরিচয় ব্যবহার করে ‘চরকিতে’ কাজ আদায়ের জন্য ‘অনৈতিক চাপ, হুমকি ও অপপ্রচার’ চালিয়ে আসছেন। এতে তিনি “চরকির”  প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনির বিরুদ্ধে ফেসবুকে ‘মানহানিকর পোস্ট দিয়ে চাপ সৃষ্টি’ করেছেন।

সম্প্রতি জনপ্রিয় নির্মাতা ও ‘চরকি’র সিইও রেদওয়ান রনির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগে মেহেরপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন শৌভ। এতে রেদওয়ানের বিরুদ্ধে ‘পেশাগত হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং মিডিয়া সিন্ডিকেটের’ মাধ্যমে কাজে বাধা দেওয়াসহ বেশ কিছু অভিযোগ আনেন তিনি। শৌভর দাবি, রেদওয়ানের সহকারী হিসেবে কাজও করেছেন তিনি।

এ নিয়ে সিনে পাড়ায় তুমুল বিতর্কের মধ্যেই পাল্টা শৌভর বিরুদ্ধেই অভিযোগ আনল ‘চরকি’, পরোক্ষভাবে রেদওয়ান রনি।

শৌভর বিরুদ্ধে মঙ্গলবার দায়ের ওই জিডিতে অভিযোগ করা হয়, ‘২০২৪ সালের ১৭ এপ্রিল শৌভ কোনো পূর্বনির্ধারিত মিটিং ছাড়াই কারওয়ান বাজারে “চরকির” অফিসে এসে নির্মাতা হিসেবে “যোগ্যতার প্রমাণ ছাড়াই” কাজের দাবি জানান। পরে তার জমা দেওয়া গল্প মানসম্মত না হওয়ায় বাতিল করা হয়। এরপর থেকেই তিনি শাহরিয়ার সাগর ও চরকির সিইও রেদওয়ানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে “মানহানিকর পোস্ট দিয়ে চাপ সৃষ্টি” করতে থাকেন।’

অভিযোগে আরও বলা হয়, ‘৫ আগস্ট ২০২৪ সরকার পরিবর্তনের পর শৌভ নতুন করে হুমকি দিতে শুরু করেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে অন্যদের মাধ্যমে ফোন করে ক্ষতির ভয় দেখান এবং ইউটিউব ও ফেসবুকে বিভ্রান্তিকর ভিডিও ও পোস্ট ছড়িয়ে দেন।’

‘এছাড়া “আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডসহ” “চরকি” সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠানগুলোকেও একইভাবে চাপ প্রয়োগের চেষ্টা করেন শৌভ। তিনি “আলফা আইয়ের” কর্মকর্তা কাশফী আহসান বৃষ্টিকেও নানাভাবে হেনস্থা করেন।”

আরও অভিযোগ, ‘রেদওয়ানের পাবনার গ্রামের বাড়িতে শৌভ নিজেই উপস্থিত হয়ে “অবৈধ ও অনৈতিক সুবিধার জন্য চাপ” সৃষ্টি করেন, অন্যথায় তার “মানহানি ও অপপ্রচারের” হুমকি দেন।’

‘২০২৫ সালের জুলাই মাসে অভিযুক্তের পিতা ও বন্ধুর উপস্থিতিতে “চরকির” কার্যালয়ে বৈঠক হলেও শৌভ অনৈতিক দাবি থেকে সরে আসেননি। বরং নেশাগ্রস্ত আচরণ ও আত্মহত্যার হুমকি দেন। অভিযুক্তের পিতা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দেন।’

জিডিতে আরও বলা হয়, ‘এসব কর্মকাণ্ডের ফলে শাহরিয়ার সাগর, রেদওয়ান রনি ও “চরকির” ব্যবসায়িক, পারিবারিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ন হয়েছে।’

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *