ফিলিস্তিনের গাজা উপত্যকায় ‘পূর্ণ দখলদারিত্ব’ প্রতিষ্ঠার ইসরায়েলের পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। ইসরায়েলি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি সম্প্রতি এই পরিকল্পনা অনুমোদন করার পর এর তীব্র বিরোধিতা করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। তিনি ইসরায়েলকে এই পদক্ষেপ থেকে অবিলম্বে সরে আসার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের জারি করা এক বিবৃতিতে ভলকার তুর্ক বলেন, ‘ইসরায়েলের এই পরিকল্পনা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পরিপন্থী। আইসিজের রায়ে ইসরায়েলকে যত দ্রুত সম্ভব দখলদারত্বের অবসান ঘটাতে বলা হয়েছিল।’
তুর্ক আরও বলেন, ‘ইসরায়েলকে যত তাড়াতাড়ি সম্ভব তার দখলদারত্বের অবসান ঘটাতে হবে, দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন করতে হবে এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।’
বিবৃতিতে তুর্ক যা বলেছেন:
- আরও সহিংসতা বৃদ্ধির আশঙ্কা: ভলকার তুর্ক সতর্ক করে বলেছেন, এই পরিকল্পনা নতুন করে ব্যাপক সহিংসতা, আরও জোরপূর্বক বাস্তুচ্যুতি, হত্যাযজ্ঞ, অসহনীয় কষ্ট, অযৌক্তিক ধ্বংসযজ্ঞ এবং যুদ্ধাপরাধ ডেকে আনবে।
- বন্দীদের মুক্তির দাবি: তিনি হামাসের হাতে থাকা বন্দীদের ‘অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি’ দেওয়ার পাশাপাশি ইসরায়েলের হাতে অবৈধভাবে আটক ফিলিস্তিনিদেরও মুক্তির দাবি জানান।
- বেসামরিকদের সুরক্ষার আহ্বান: তুর্ক ইসরায়েলি সরকারকে যুদ্ধ তীব্র করার বদলে গাজার বেসামরিক মানুষের জীবন রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানিয়েছেন।
ইসরায়েলি মন্ত্রিসভার এই সিদ্ধান্ত এমন এক সময়ে এল, যখন আন্তর্জাতিকভাবে গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ বাড়ছে। তবে ইসরায়েল সরকার গাজার ওপর পূর্ণ সামরিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ বলে মনে হচ্ছে। এই পরিস্থিতিতে ভলকার তুর্কের বিবৃতিটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি স্পষ্ট বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।