জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার রাত ৮:২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টার প্রফেসর মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে ভাষণটি একযোগে সম্প্রচার করবে।
প্রধান উপদেষ্টা কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
এর আগে জুলাই গণঅভ্যুত্থান দিবসেই মঙ্গলবার বিকাল ৫টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ লাগোয়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বহুল আলোচিত ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করা হবে। গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে এই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানের সূচনা হবে বেলা ১১টায় ’৩৬ জুলাই উদযাপন’ শীর্ষক আয়োজনের মাধ্যমে, যেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হবে। বিকাল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের পর সন্ধ্যায় সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন থাকবে, যা মূলত আর্টসেল ব্যান্ডের গান দিয়ে শেষ হবে।
আজকের আয়োজনে অংশগ্রহণ করবে রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ, যারা ‘বিজয় মিছিল’ নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সমবেত হবে। দিনব্যাপী সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন বিভিন্ন শিল্পী, যেমন– টং, সাইমুম শিল্পী গোষ্ঠী, কলরব শিল্পী গোষ্ঠী, তাশফির, চিটাগাং হিপহপ হুড, সেজান, শূন্য ব্যান্ড, সায়ান, ইথুন বাবু, মৌসুমি, সোলস, ওয়ারফেজ, বেসিক গিটার লারনিং স্কুল, এফ মাইনর, পারশা, এলিটা করিম এবং আর্টসেল। এছাড়া, বিশেষ ড্রোন শো অনুষ্ঠিত হবে, যেখানে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল গান পরিবেশন করবে।