সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে লেখা চিঠির কোনো ইতিবাচক জবাব আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ভারতের উত্তেরের অপেক্ষা করছে বাংলাদেশ।
সোমবার সন্ধ্যায় ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এ নিয়ে নতুন কোনো তথ্য নেই। বিচারের সম্মুখীন করতে বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। ভারত থেকে এখনো কোনো ইতিবাচক উত্তর আসেনি।’
তবে বাংলাদেশ ভারতের উত্তরের অপেক্ষা করছে জানিয়ে তিনি বলেন, ‘এরই মধ্যে শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। কেউ আসুক আর না আসুক, তার জন্য তো বিচার আটকে থাকে না।’
তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তাকে দেশে ফেরাতে আন্তর্জাতিক কোনো সংস্থার সহযোগিতা নেওয়া হবে কি না, তা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘সরকার প্রয়োজন মনে করলে সহযোগিতা নিতে পারে। তবে এ মুহূর্তে কোনো প্রয়োজন দেখছি না।’
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সফর
আগামী ২৩ আগস্ট বাংলাদেশ সফর করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার। তার সফর প্রসঙ্গেও সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে ঘটে যাওয়া বিষয়গুলো আলোচনার টেবিলে তুলে ধরা হবে।
পাকিস্তানের কাছ থেকে জনসমক্ষে ক্ষমা চাওয়ার এবং যথাযথ ক্ষতিপূরণের বিষয়গুলো বাংলাদেশ উত্থাপন করবে কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রতিটি বিষয়ই আলোচনার টেবিলে থাকবে।’
তৌহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ‘বাস্তবসম্মত উপায়ে’ এগিয়ে যাচ্ছে।
ভারতের ‘পুশ ইন’ প্রসঙ্গ
সম্প্রতি বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত অনেক মানুষকে বাংলাদেশে ‘পুশ ইন’ করছে বলে গণমাধ্যমে খবর প্রকাশ হচ্ছে। এ বিষয়ে তৌহিদ হোসেনের কাছে জানতে চান সাংবাদিকরা।
জবাবে তিনি বলেন, ‘পুশ ইন নিয়ে কোনো নীতি নেই। যদি কোনো বাংলাদেশি ভারতে অবৈধভাবে বসবাস করেন, তাহলে তাকে সেখানে আটক করতে পারে। এরপর বিষয়টি আমাদের জানাবে, বাংলাদেশ তার নাগরিকত্ব নিশ্চিত করবে এবং তখন ফেরত পাঠাবে।’
‘পুশ ইন হচ্ছে এ ব্যবস্থার একটি ব্যত্যয় এবং এ নিয়ে আমরা আপত্তি জানিয়েছি।’
তারপরও ভারত পুশ ইন অব্যাহত রাখায় বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশ এর প্রতিবাদ করেছে বলেও জানান।