জনগণ চায় রাজনীতিতে গুণগত পরিবর্তন: তারেক রহমান

টাইমস রিপোর্ট
3 Min Read
শাহবাগে ছাত্রদলের কেন্দ্রীয় সমাবেশে ভার্চ্যুয়ালি বক্তব্য দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । ছবি: ভিডিও থেকে নেওয়া
Highlights
  • ‘একটি কথা মনে রাখবে, যদি তোমরা আগামীদিনে সাহস ও সততার সঙ্গে এগিয়ে যাও তাহলে বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ তোমাদের সঙ্গে থাকবে। মনে রাখবে, বাংলাদেশের জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস।’

বাংলাদেশের জনগণ আর বিভেদ-বিরোধ চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পর এখন দেশের মানুষ চায় রাজনীতিতে গুণগত পরিবর্তন।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রোববার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সমাবেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশে তিনি লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন।

বাংলাদেশ এখন একটি পরিণত দেশ উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে এখন জনগণের কাছে জবাবদিহি করতে হবে। এখন জনগণ চায় রাজনীতিতে গুণগত পরিবর্তন। কথামালার রাজনীতি নয়, আমরা শুরু করতে চাই জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি।’

এই রাজনীতির জন্য তরুণদেরই সবচেয়ে বড় ভূমিকা নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যেই সংগঠনে তোমাদের মতো সাহসী মায়ের সন্তানেরা রয়েছে। সেই সংগঠনের অগ্রযাত্রাকে কেউ ঠেকাতে পারবে না। পলাতক, পরাজিত স্বৈরাচার নিষ্ঠুর নির্মমতা চালিয়েও ছাত্রদলকে ঠেকিয়ে রাখতে পারে নাই।

‘একটি কথা মনে রাখবে, যদি তোমরা আগামীদিনে সাহস ও সততার সঙ্গে এগিয়ে যাও তাহলে বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ তোমাদের সঙ্গে থাকবে। মনে রাখবে, বাংলাদেশের জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস।’

এসময় ছাত্রদের দেশ গঠনের ভূমিকা নিতে এগিয়ে আসতে আহ্বান জানান তারেক রহমান।

তিনি বলেন, ‘কেবল নিজেকে গড়ে তুললেই হবে না। নিজেদের গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশকে গড়ে তুলতে হবে।’

তারেক রহমান বলেন, দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের রাজনীতি করতে চায় বিএনপি। সে কারণে শিক্ষার্থীদের যার যার অবস্থান থেকে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শও দেন।

তিনি বলেন, ‘আমি মনে করি সকল ছাত্রছাত্রীকেই কোনো একটি রাজনীতিক সংগঠনের সদস্য হতে হবে তা জরুরি নয়। তবে প্রত্যেক শিক্ষার্থীকে যার যার অঙ্গনে সফল হতে প্রচেষ্টা করতে হবে। তোমরা নিজেদের যোগ্য নেতা হিসেবে গড়ে তুলবে। এটিই জরুরি। যোগ্য নেতৃত্ব অর্থ শুধু কোনো রাজনৈতিক দলের পদপদবী অর্জন বা ভবিষ্যতে মন্ত্রী-এমপি হওয়া নয়। বরং শিল্প, সাহিত্য, শিক্ষা, কৃষি, ব্যবসা প্রতিটি খাতেই দক্ষ নেতৃত্ব প্রয়োজন। কারণ এগুলোর সঙ্গে দেশের অগ্রযাত্রা সম্পৃক্ত।’

ছাত্রদলের এ সমাবেশ শুরু হয় বেলা ২টার দিকে।  শাহবাগ, কাঁটাবন, ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ থানা ও মৎস্য ভবন পর্যন্ত সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এসব এলাকায় যান চলাচল ব্যাহত হয়। তবে অ্যাম্বুলেন্স চলাচলে ছাড় দেওয়া হচ্ছে।

ছাত্রদলের নেতাকর্মীরা মাথায় পতাকা ও ব্যান্ড বেঁধে স্লোগান দেন—‘তারেক রহমান আসছে’, ‘রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *