ঢাকা মেডিকেল থেকে ভুয়া চিকিৎসক ও সহযোগী আটক

টাইমস রিপোর্ট
1 Min Read
আটক হওয়া ভুয়া চিকিৎসক ও তার সহযোগী। ছবি: টাইমস

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসক ও তার সহযোগীকে আটক করা হয়েছে। হাসপাতালের দুই নাম্বার ভবন থেকে বুধবার রাতে আনসার সদস্যরা তাদের আটক করে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই ভুয়া চিকিৎসকের নাম সজিব দাস পার্থ (২১) এবং তার সহযোগীর নাম মানিক মিয়া (২২)। মানিকের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আর সজিব দাসের বাড়ি মৌলভীবাজারের রাজানগরে। বুধবার রাতে সজিব দাস নামে ওই যুবক এবং তার সহযোগী হাসপাতালের দুই নাম্বার ভবনের নিচে রোগীদের সাথে কথা বলছিলেন। এ সময় তারা কুলসুম বেগম (৫৪) নামে এক রোগীকে হুইলচেয়ার থেকে তুলে হাঁটানোর চেষ্টা করতে গেলে, তিনি পড়ে যান। তখন তারা রোগীকে রেখে পালানোর চেষ্টা করলে ডিউটিরত আনসার সদস্যরা তাদের পরিচয় জানতে চান। নিজেদেরকে চিকিৎসক হিসেবে পরিচয় দিলেও তখন তারা কোন আইডি বা ভিজিটিং কার্ড দেখাতে পারেননি। এ সময় সন্দেহ হলে আইন-শৃঙ্খলাবাহিনী তাদের আটক করে।

পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, হাসপাতালের আনসার সদস্যরা ওই দুই যুবককে আটক করে ক্যাম্পে নিয়ে এসেছে। তারা নিজেদের চিকিৎসক বলে দাবি করেছিল। বিস্তারিত তদন্তের জন্য তাদেরকে শাহবাগ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *