ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য, এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এজন্য তিনি কিছু শর্ত আরোপ করেছেন।
শর্ত গুলোর মধ্যে রয়েছে, ইসরায়েল গাজায় ভয়াবহ পরিস্থিতির অবসান, যুদ্ধবিরতি চুক্তি, পশ্চিম তীরের অধিগ্রহণ না করার নিশ্চয়তাসহ দ্বিরাষ্ট্র গঠনের জন্য দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি। যদি ইসরায়েল শর্তগুলো মেনে না নেয় তবে আগামী সেপ্টেম্বরে যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।
মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে কিয়ার স্টারমার এ কথা বলেন। বিবিসি জানায়, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হামাসের সঙ্গে ইসরায়েলের তুলনা না করার কথা বলেন। তিনি হামাসের প্রতি ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতির চুক্তি করার আহ্বান জানান। একই সঙ্গে, যুদ্ধ শেষে হামাসের গাজায় সরকার পরিচালনায় কোনো ভূমিকা থাকতে পারবে না বলেও জানান তিনি।
স্টারমার জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জাতিসংঘের অধিবেশনের আগে সেপ্টেম্বরের পরিস্থিতি পর্যালোচনা করা হবে, যেখানে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো, স্বাধীন ফিলিস্তিনের পাশেই একটি নিরাপদ ইসরায়েল রাষ্ট্র নিশ্চিত করা।’
এদিকে, গত সপ্তাহে ফ্রান্স জানিয়েছিল, তারা সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে।