গোল্ডলিফ-বেনসন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটি বাংলাদেশ) সাভার প্ল্যান্টে ২৯৭ কোটি টাকা (প্রায় ২০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড) বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
রাজধানীর মহাখালীর নিউ ডিওএইচএস এলাকার কারখানা ও কর্পোরেট অফিস বন্ধের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৫ জুন কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই বিনিয়োগ প্রস্তাব অনুমোদিত হয়।
বিএটি বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এই বিনিয়োগের লক্ষ্য সাভার কারখানার উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং কার্যক্রম স্থানান্তরের মাধ্যমে উৎপাদনের ধারাবাহিকতা ও দক্ষতা নিশ্চিত করা।’
আগামী ১ জুলাই থেকে বিএটি বাংলাদেশের মহাখালী কারখানা ও প্রধান কার্যালয় বন্ধ হয়ে যাচ্ছে। কারণ, প্রতিষ্ঠানটি ভবনের ইজারা নবায়নে ব্যর্থ হয়েছে এবং এ বিষয়ে আইনি লড়াইয়েও হেরে গেছে।
জানা গেছে, মহাখালীর জায়গাটি ৩০ বছরের ইজারায় নেওয়া হয়েছিল, যার মেয়াদ নবায়নের সর্বোচ্চ সীমা ছিল ৯০ বছর। ৬০ বছর পর বাকি ৩০ বছরের জন্য নবায়নের আবেদন করে বিএটি বাংলাদেশ। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা নবায়ন না করায় প্রতিষ্ঠানটি আইনি পদক্ষেপ নেয়। কিন্তু গত ২৮ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিএটি বাংলাদেশের করা আপিল খারিজ করে দেয়।
এরপর কোম্পানিটি ঢাকা কারখানা ও প্রধান কার্যালয় বন্ধের ঘোষণা দেয় এবং কার্যক্রম সাভারে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়।
বিনিয়োগ প্রকল্পের অর্থায়ন কোম্পানির বিদ্যমান নগদ প্রবাহ, অভ্যন্তরীণ তহবিল এবং ব্যাংক ঋণের মাধ্যমে করা হবে বলে জানিয়েছে বিএটি বাংলাদেশ।