শান্তর জোড়া সেঞ্চুরি, শ্রীলংকার লক্ষ্য ২৯৬

টাইমস স্পোর্টস
2 Min Read
পয়েন্ট-কভার অঞ্চল থেকে সবচেয়ে বেশি ৬০% রান পেয়েছেন শান্ত। ছবি: শ্রীলংকা ক্রিকেট

গল টেস্টের প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করলেন নাজমুল হোসেন শান্ত। প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি পেলেন এই বাঁহাতি ব্যাটার। সব মিলিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১৬-তম অধিনায়ক তিনি। ১৯০ বলে সপ্তম টেস্ট সেঞ্চুরি ছোঁয়া শান্ত ১২৫ রানে অপরাজিত থেকে ঘোষণা করেছেন ইনিংস। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৮৫। ১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২৯৫। পঞ্চম দিনের বাকি থাকা ৩৯ ওভারে জয়ের জন্য চতুর্থ ইনিংসে শ্রীলংকার লক্ষ্য ২৯৬ রান।

বৃষ্টির জন্য দিনের প্রায় দেড় সেশন খেলা বন্ধ থাকার পর দ্বিতীয় সেশনে শুরু হয় খেলা। অধিনায়ক শান্তর সাথে মাঠে আসেন নতুন ব্যাটার লিটন দাস। এসেও খুব বেশি সুবিধা করতে পারেননি। সব্যসাচী স্পিনার থারিন্দু রথনায়েকের করা বাঁহাতি স্পিনে ফ্রন্টফুটে খেলতে গিয়ে বোল্ড হন লিটন। এক্ষেত্রে পপিং ক্রিজের রাফ কাজে লাগাতেই বাঁহাতি স্পিন বেছে নেন থারিন্দু। লিটনের পর একইবভাবে টার্নে পরাস্ত হয়ে স্টাম্পড হয়েছেন জাকের আলী। 

তবে বেশ ধীরেসুস্থে ব্যাট করেছেন শান্ত। ১৯৯ বলে খেলেছেন ১২৫* রানের ইনিংস, ৯ চার ও ৩ ছক্কায়। সুইপ-রিভার্স সুইপে দুই লংকান স্পিনারকে দারুণ সামলেছেন বাংলাদেশি অধিনায়ক। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে নাম লিখিয়েছেন স্যার ডন ব্র‍্যাডম্যান, ইয়ান চ্যাপেল, রিকি পন্টিং, মাইকেল ভনদের তালিকায়। 

দিনের প্রথম সেশনে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার ঠিক আগের বলটাতেই রান আউট হন মুশফিকুর রহিম। প্রবাথ জয়সূরিয়ার ফুল লেংথ বল মিড অনে ঠেলেই পড়িমরি করে সিংগেলের জন্য ছুটলেন ২৮-তম টেস্ট ফিফটির দোরগোড়ায় থাকা এই ডানহাতি ব্যাটার। নন স্ট্রাইকিং এন্ডে ব্যাট প্লেস করার আগেই মিড অন থেকে থারিন্দু রথনায়েকের থ্রো এসে ভেঙে দিল উইকেট। রান আউট হওয়ার আগে শান্তর সাথে ১০৯ রানের জুটি গড়েছিলেন মুশফিক।

গল প্রথম ইনিংসে শান্ত-মুশফিকের সেঞ্চুরিতে বাংলাদেশের করা ৪৯৫ রানের জবাবে ৪৮৫ রানে অল আউট হয় শ্রীলংকা। চতুর্থ ইনিংসে বাংলাদেশের দেয়া ২৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৪ রানে দুই উইকেট হারিয়েছে শ্রীলংকা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *