ইউনূস-তারেক বৈঠকে ষড়যন্ত্রকারীদের ‘খেলা শেষ’: প্রেস সচিব

টাইমস রিপোর্ট
2 Min Read
লন্ডনে একান্ত বৈঠকের আগে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: প্রধান উপদেষ্টার কার্যালয়

অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত বৈঠকে ষড়যন্ত্রকারীদের ‘খেলা শেষ’ (গেম ওভার) হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। ব্রিটেনে প্রধান উপদেষ্টার চারদিনের সফরে অন্তত ‘৫টি অর্জন’ হয়েছে বলেও বিবৃতিতে প্রেস সচিব জানান।

তিনি বলেন, ‘প্রথমত, কিং চার্লসের কাছ থেকে মর্যাদাপূর্ণ একটি পুরস্কার (‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’) এবং ব্রিটিশ রাজপুরুষের সঙ্গে একান্ত ৩০ মিনিটের বৈঠক।’

‘এটি গত বছরের জুলাই থেকে বাংলাদেশের জুলাই বিদ্রোহ ও যুগান্তকারী পরিবর্তনের স্বীকৃতি’, বলে উল্লেখ করেন তিনি।

প্রেস সচিব আরও বলেন, ‘দ্বিতীয়ত, অন্তর্বর্তী সরকারের প্রধান এবং দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতার মধ্যে ঐতিহাসিক বৈঠক। এটি ষড়যন্ত্রকারীদের জন্য একটি “গেম-ওভার” মুহূর্ত।’

‘তৃতীয়ত, যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)  প্রধানমন্ত্রী হাসিনার ঘনিষ্ঠ এক সহকারীর ১৭০ মিলিয়ন পাউন্ড মূল্যের ৩২০টি সম্পত্তি জব্দ করেছে,’ এ কথা জানান তিনি।

‘এনসিএ কর্মকর্তারা বলছেন, এটি এজেন্সির ইতিহাসে সর্ববৃহৎ সম্পদ জব্দের ঘটনা। এটি দুর্নীতিবাজ কর্মকর্তা, ব্যবসায়ী ও রাজনীতিকদের জন্য একটি বার্তা, এবং প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সম্পদ পুনরুদ্ধার প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ দিক’, উল্লেখ করেন শফিকুল আলম।

তার মতে, ‘চতুর্থত, ব্রিটিশ মন্ত্রী, সংসদ সদস্য এবং কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানসহ বাংলাদেশি কর্মকর্তাদের একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠক ভবিষ্যতে সম্পদ পুনরুদ্ধারের জন্য বৈশ্বিক পর্যায়ে সহযোগিতার পথ সুগম করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।’

আর এ সফরে সবশেষ অর্জন প্রসঙ্গে তিনি বলেন, ‘পঞ্চমত, রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কিছু আশার সঞ্চার।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *