দীর্ঘ প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
রোববার সন্ধ্যা পর্যন্ত এই বন্দর দিয়ে সাতটি ট্রাকে ২০২ মেট্রিক টন পেঁয়াজ প্রবেশ করেছে। পাশাপাশি ভারতের ঘোজাডাঙ্গায় এখনও নয়টি পেঁয়াজবাহী ট্রাক প্রবেশের অপেক্ষায় রয়েছে।
আবারও পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরেছে বন্দরে। সংশ্লিষ্টরা বলছেন, যেকোনো সময় এই বন্দর দিয়ে চাল আমদানিও শুরু হবে।
স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, সবশেষ গত ২৭ মার্চ এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছিল। এরপর দীর্ঘ ৪ মাস ২০ দিন বন্ধ ছিল।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান বলেন, ‘দীর্ঘ প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর আজ থেকে আবারও শুরু হয়েছে পেঁয়াজ আমদানি। এই ধারা চলতে থাকলে বাংলাদেশে পেঁয়াজের বাজারে দামের উর্দ্ধমুখী প্রবণতা কমবে। এছাড়া যেকোনো সময় চাল আমদানিও শুরু হবে।’