দেশের বাজারে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। মঙ্গলবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে।
বাজুসের ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৩৭ টাকা বেড়ে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম বুধবার থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের ভরির দাম ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা, ২১ ক্যারেটের দাম ১ লাখ ৭৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৫২ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ১ লাখ ২৬ হাজার ১৪৬ টাকা।
বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির হার কিছুটা পরিবর্তিত হতে পারে।
গত রোববারও দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭১৮ টাকা বৃদ্ধি পেয়েছিল এবং ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকায় পৌঁছেছিল। তার আগেও, ৩ সেপ্টেম্বর ভরিতে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ৩ হাজার ৪৪ টাকা বৃদ্ধি পেয়ে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকায় নির্ধারিত হয়েছিল।