১২ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

টাইমস রিপোর্ট
1 Min Read
ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার। ছবি: ডিএমপি

রাজধানীর যাত্রাবাড়ী থেকে ১২ হাজার পিস ইয়াবা এবং তা পরিবহনে ব্যবহৃত বাসসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপি ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানায়।

যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে সোমবার দুপুর ২টা ৪৫ মিনিট নাগাদ ইয়াবাসহ মোঃ বাবু মিয়া (৩৬) ও মোঃ রাকিবুল হাসান (২৮) নামক দুইজনকে গ্রেপ্তার করে মতিঝিল ডিবির অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম।

পুলিশ জানায়, সোমবার বিশেষ অভিযানের সময় কিছু মাদক কারবারি একটি যাত্রীবাহী বাসে প্রচুর ইয়াবাসহ ভ্রমণের তথ্য আসে। দুপুরে যাত্রাবাড়ীর আসমা আলী সিএনজি রিফুয়েলিং অ্যান্ড ওয়ার্কশপ-এর পূর্ব পাশে হামজা বডিবিল্ডার-এর সামনে অবস্থানকালে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, দীর্ঘদিন ধরে তারা কক্সবাজার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন মাদক কারবারির কাছে বিক্রি করতেন।

পুলিশ আরও জানায়, আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *