হারুনসহ ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার    

টাইমস রিপোর্ট
1 Min Read
প্রতীকী ছবি

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত (পলাতক) ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে সরকার।

এসব কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ, উপমহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার। তাদের পাওয়া বিপিএম (বাংলাদেশ পুলিশ পদক) ও পিপিএম (রাষ্ট্রপতি পুলিশ পদক) প্রত্যাহার করা হয়েছে।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

জ্যেষ্ঠ সহকারী সচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছ, ২০১০, ’১১, ’১৩, ’১৪, ’১৬, ’১৭, ’১৮, ’১৯, ’২০ ও ২০২২ সালে ৪০ কর্মকর্তাকে দেওয়া পুলিশ পদক প্রত্যাহার করা হলো।

পাশাপাশি পদক পাওয়ার কারণে এই কর্মকর্তারা যেসব আর্থিক সুবিধা পেতেন তাও বন্ধ করা হয়েছে। এর আগে পদক সংক্রান্ত গৃহীত যাবতীয় অর্থ ফেরত দিতেও এই পুলিশ কর্মকর্তাদের নির্দেশে দেওয়া হয়েছিল।

৪০ পুলিশ কর্মকর্তার তালিকা দেখুন

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *