হবিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করতে না দেওয়ায় জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমানকে ‘আওয়ামী লীগের দোসর’ বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার রাতে শহরের শ্মশানঘাট এলাকায় সদর উপজেলা এনসিপির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন এনসিপির পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবু হেনা মোস্তাফা কামাল।
তিনি জানান, ‘নিমতলা শহীদ মিনারে সমাবেশের জন্য কয়েকদিন আগে জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে আবেদন করা হয়। কিন্তু তিনি জানান, শহীদ মিনার এলাকায় রাজনৈতিক সমাবেশের অনুমতি দেওয়া হয় না।’
আবু হেনা আরও অভিযোগ করেন, ‘বর্তমানে জেলা প্রশাসক একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করছেন এবং কার্যত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরের ভূমিকা পালন করছেন।’
লিখিত বক্তব্যে তিনি জানান, অনুমতি না পাওয়ায় বৃহস্পতিবারের পদযাত্রা পূর্বঘোষিত স্থান নিমতলার পরিবর্তে পৌরসভা মাঠ থেকে শুরু হয়ে টাউন হল চত্বরে গিয়ে শেষ হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির হবিগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেক, যুগ্ম সমন্বয়কারী মাহবুবর বারী চৌধুরী মুবিন, বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট ফখরউদ্দিন জাকি, আব্দুল বাছিত তরফদার মিঠু, এ কে এম নাছিম ও মীর দুলাল।