বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।
বুধবার রাত ৭টা ৪৭ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়া সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে গুলশানে নিজ বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। নানা জটিল রোগে আক্রান্ত খালেদা জিয়াকে মূলত রুটিন চেকআপের জন্য বুধবার হাসপাতালে নেয়া হয় বলে দলীয় সূত্র জানায়।
গত ৮ই জানুয়ারি বিশেষ এয়ার এম্বুলেন্স করে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। সেখানে লন্ডন ক্লিনিকে ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫শে জানুয়ারি বড় ছেলে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে। প্রায় চার মাস তিনি লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে চিকিৎসা নেন।
লন্ডনে চিকিৎসা নিয়ে গত ৬ মে দেশে ফিরেন বিএনপি চেয়ারপারসন। এরপর গুলশানের বাসা ফিরোজায় শীর্ষ নেতাদের সঙ্গে কয়েক দফা কথা বললেও খালেদা জিয়া সশরীরে রাজনৈতিক কার্যক্রমে অংশ নিচ্ছেন না।