স্বাস্থ্য খাত সংস্কারের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের অনশন

টাইমস ন্যাশনাল
1 Min Read
বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়ক অবরোধ। ছবি: টাইমস

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ (শেবাচিম) সারা দেশের সরকারি হাসপাতালে চলমান অব্যবস্থাপনা, দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বরিশালে পথে নেমেছেন ছাত্র-জনতা। প্রতিদিনই করা হচ্ছে সড়ক অবরোধ। পাশাপাশি স্বাস্থ্য খাত সংস্কারের দাবিতে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে আন্দোলনের ষষ্ঠ দিনে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করা হয়। নগরীর চৌমাথা ও সদর রোডেও বিক্ষোভ হয়। এতে দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

এদিকে, শেবাচিম হাসপাতালের সামনে শিক্ষার্থীরা আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। তাদের দাবিগুলো-স্বাস্থ্য খাতের সিন্ডিকেট ভেঙে দেওয়া, শেবাচিম হাসপাতালের চিকিৎসাসেবা আধুনিকায়ন ও স্বাস্থ্য খাতে দ্রুত সংস্কার।

প্রায় ১৩ ঘণ্টা ধরে অনশনে থাকা দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তারা জানিয়েছেন, স্বাস্থ্য উপদেষ্টা সংস্কারের উদ্যোগ না নেওয়া পর্যন্ত অনশন চলবে।

অবরোধকারী শিক্ষার্থীরা বলেন, ‘১৬ দিনের আন্দোলনের পরও স্বাস্থ্য উপদেষ্টার কোনো সাড়া মেলেনি। সারা দেশের স্বাস্থ্য খাত সংস্কারে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *