ইশতেহার ঘোষণা উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শুরু হয়েছে। কম সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বিকাল পাঁচটায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ শুরু হয়।
দলটির পক্ষ থেকে বলা হচ্ছে ‘ঘোষিত ইশতেহার’ হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার ইশতেহার। এদিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই এ সমাবেশ চলছে।
কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতারা এ সমাবেশে বক্তব্য দিচ্ছেন। মঞ্চে উপস্থিত রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনসহ সিনিয়র নেতারা।
সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীরা দুপুরের পর থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেন। কিন্তু বিকালে সমাবেশ শুরু হলেও উপস্থিতি ছিল একেবারেই কম।
সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের আসার কথা থাকলেও তার সংখ্যা ছিল একেবারেই নগণ্য। তেমন উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়নি দলটির নেতাকর্মীদের মাঝে।
সমাবেশে পররাষ্ট্রনীতি, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতির পলিসি, কীভাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে, প্রবাসীদের নিয়ে দলটির পরিকল্পনা, নগরায়নসহ দলটির পরিকল্পনা ইশতেহারে তুলে ধরা হবে বলে জানা গেছে।