সৌদির ‌‌‘ঘুমন্ত যুবরাজ’ বিদায় নিলেন

2 Min Read
কোমায় থাকা অবস্থায় সৌদি আরবের প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ। ছবি: সংগৃহীত

২০ বছরেরও বেশি সময় ধরে কোমায় থাকা সৌদি আরবের প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ মারা গেছেন। দীর্ঘদিন ধরে কোমায় থাকার কারণে তিনি ‘ঘুমন্ত যুবরাজ’ হিসেবে পরিচিত ছিলেন।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রিন্স আল ওয়ালিদ ১৯৯০ সালের এপ্রিলে জন্মগ্রহণ করেন। তিনি সৌদি রাজপরিবারের একজন বিশিষ্ট সদস্য। ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ভাগ্নে প্রিন্স খালেদ বিন তালাল আল সৌদের জ্যেষ্ঠ পুত্র।

২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে লন্ডনে সামরিক ক্যাডেট হিসেবে অধ্যয়নরত অবস্থায় তিনি এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। তখন তার মস্তিষ্কে গুরুতর আঘাত লাগে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়।

আমেরিকান এবং স্প্যানিশ বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরেও তার জ্ঞান ফেরেনি। তারপর থেকে দীর্ঘ দুই দশক তিনি কোমায় ছিলেন, সেভাবেই তার চিকিৎসা চলছিল।

২০ বছরেরও বেশি সময় ধরে যুবরাজ আল ওয়ালিদ মূলত প্রতিক্রিয়াহীন অবস্থায় ছিলেন। মাঝে মাঝে যদিও তার অনিচ্ছাকৃত নড়াচড়া রাজ পরিবারে অনেকটা আশার আলো জাগিয়ে তুলেছিল। ঐশ্বরিকভাবে তিনি সুস্থ হয়ে উঠবেন এই বিশ্বাসে দীর্ঘদিন অপেক্ষা করেছেন তার বাবা যুবরাজ খালেদ। অনেকেই লাইফ সাপোর্ট খুলে ফেলার পরামর্শ দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেন।

এর আগে তার পরিবার বেশ কিছু ভিডিও শেয়ার করেছিল যেখানে দেখা যাচ্ছে যে, যুবরাজ আল ওয়ালিদ কুরআন তেলাওয়াত শোনার পর সামান্য সাড়া দিচ্ছেন।

সৌদি আরবের একটি বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রে এই যুবরাজের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *