১-১ সমতায় থেকে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে খেলতে নেমেছে বাংলাদেশ ও শ্রীলংকা। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে টসে হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। একাদশে এসেছে একটি পরিবর্তন। পেসার হাসান মাহমুদের বদলে এসেছেন তাসকিন আহমেদ।
কলম্বোর দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। উরুর মাংসপেশিতে পাওয়া সেই চোটেই বাঁচা-মরার ম্যাচ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা ছিল তার। কারণ দ্বিতীয় ম্যাচে উরুতে চোট পাওয়ার পর আর ফিল্ডিং করেননি তিনি, তাকে রাখা হয় ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে। উরুর মাংসপেশি বা কোয়াড্রিসেপসে করানো হয় এক্স-রেও। অবশ্য ম্যাচের আগে ফিটনেস টেস্টে উৎরে যাওয়াতে তাকে নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। শ্রীলংকার একাদশ থাকছে অপরিবর্তিত।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
শ্রীলংকা একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুশাল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশমন্থ চামিরা ও আসিথা ফার্নান্দো।