সাজেকে আটকে পড়া পর্যটকরা ফিরছেন

টাইমস ন্যাশনাল
2 Min Read
পাহাড় ধসে অচল রাস্তায় কাজ করছেন সেনা ও ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি: টাইমস

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন স্থানে বুধবার মধ্যরাতের পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। এতে পর্যটন স্পট সাজেকে আটকা পড়েন দুই শতাধিক পর্যটক। প্রায় ১০ ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হওয়ায় পর্যটকরা ফেরা শুরু করেছেন।

বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যদের প্রচেষ্টায় প্রায় ১০ ঘন্টার পর রাঙামাটি-সাজেক সড়কে যানবাহন চলাচল শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে বাঘাইছড়ি উপজেলায় প্রচুর বৃষ্টিপাত হওয়ায় পৃথক বিভিন্ন স্থানে সাজেক সড়কসহ বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পকনগর এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। পাহাড় ধসে মাটি সরে রাস্তায় পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পাহাড় ধসের এ ঘটনায় দেশের জনপ্রিয় পর্যটন স্পট সাজেক ভ্যালি থেকে খাগড়াছড়িতে আসা-যাওয়ার পথ বন্ধ হয়ে যায়। সেখানে আটকে পড়েন দুই শতাধিক পর্যটক।

পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার সকাল থেকেই ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা সড়কপথ সচল করার চেষ্টা করতে থাকেন। তাদের টানা প্রচেষ্টায় প্রায় ১০ ঘণ্টা পর যান চলাচল শুরু হয়। যান চলাচল স্বাভাবিক হওয়াতে এখন নিরাপদে ফিরছেন আটকে পড়া পর্যটকরা।

এ প্রসঙ্গে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, ‘বুধবার মধ্যরাতে প্রচুর বৃষ্টিপাত হয়। পাহাড় ধসের ফলে পর্যটকরাও আটকা পড়েন। সকাল থেকে ফায়ার সার্ভিসের টিম পাহাড় ধসের মাটি সরানোর কাজ শুরু করেন। প্রায় ১০ ঘণ্টার প্রচেষ্টায় যান চলাচল শুরু হয়েছে। সমস্যার সমাধান হওয়ায় পর্যটকরা স্বাভাবিকভাবে ফিরে যাচ্ছেন।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *