ব্রিটেনের লেবার সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। ভাড়াটিয়া উচ্ছেদ ও ভাড়া বৃদ্ধি নিয়ে বিতর্কের মধ্যেই বৃহস্পতিবার নিজের সোস্যাল হ্যান্ডেলে পদত্যাগপত্রের ছবি প্রকাশ করে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
বিতর্ক শুরু হয় সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত এক খবরে। তাতে বলা হয়, রুশনারা পূর্ব লন্ডনের নিজ বাসা থেকে চারজন ভাড়াটিয়াকে উচ্ছেদ করেন এবং পরে বাড়িটির ভাড়া ৭০০ পাউন্ড পর্যন্ত বাড়ান। একসময় ভাড়াটিয়াদের অধিকার রক্ষায় সোচ্চার থাকা এই এমপির এমন পদক্ষেপ ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তার ঘনিষ্ঠ সূত্র জানায়, মূলত বাড়ি বিক্রির উদ্দেশ্যে ভাড়াটিয়াদের সরানো হলেও ক্রেতা না পাওয়ায় পরবর্তীতে আবারও বাড়িটি ভাড়া দেওয়া হয়।
প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মারের উদ্দেশে পাঠানো পদত্যাগপত্রে রুশনারা লেখেন, ‘প্রিয় প্রধানমন্ত্রী, ভারাক্রান্ত মনে আমি মন্ত্রিত্ব থেকে পদত্যাগের প্রস্তাব দিচ্ছি। লেবার সরকারের প্রতি আমার আনুগত্য অটুট থাকবে। আমি সবসময় আইন মেনে চলেছি এবং দায়িত্ব পালনে সচেষ্ট থেকেছি। তবে আমার ব্যক্তিগত বিষয়ে চলমান বিতর্ক সরকারের কাজে ব্যাঘাত ঘটাতে পারে– এই কারণেই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
গত ৪ জুলাই যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ জয়ের পর রুশনারা আলীকে গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি প্রতিমন্ত্রী করা হয়। তিনি লন্ডনের টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে নির্বাচিত হন। ২০১০ সালে তিনি প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি হন।