সমন্বয়ক পরিচয়ে রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজির অভিযোগে পুলিশ পাঁচজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন- মো. সিয়াম, সাদমান সাদাব, মো. আমিনুল ইসলাম, ইব্রাহীম হোসেন ও আব্দুর রাজ্জাক রিয়াদ। শনিবার সন্ধ্যায় তাদের আটক করে গুলশান থানায় নেওয়া হয়। রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশ জানায়, মামলা প্রক্রিয়াধীন।
পুলিশ সূত্র বলছে, আটকৃতদের মধ্যে আব্দুর রাজ্জাক রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য। এ ছাড়া অন্যরা বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানিয়েছেন, সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপির শাম্মী আহমেদের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে। ১০ লাখ টাকা এর আগে নিয়েছে। শনিবার বাকি টাকা আনতে শাম্মী শাম্মী আহমেদের বাসায় গেলে পুলিশকে খবর দেয়। আমরা ওই বাসা থেকে পাঁচজনকে আটক করি। এ ঘটনায় মামলা করা হবে।
ডিএমপির গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) আলী আহমেদ মাসুদ বলেন, ‘আটককৃতদের মধ্যে আব্দুর রাজ্জাক রিয়াদ জিজ্ঞাসাবাদে দাবি করেছে, চার-পাঁচদিন আগে আওয়ামী লীগ নেত্রী সাবেক এমপি শাম্মী আহমেদের গুলমানের বাসায় যান তাকে ধরতে। তখন শাম্মী শাম্মী আহমেদের স্বামী তাদের অফার করে তোমরা আমার ছেলের মতন। আমি তোমাদের কিছু এন্টারটেইনমেন্ট করি, আমার বউকে নিয়ে যেও না। ওই সময় রিয়াদকে পাঁচ লাখ টাকা দেন শাম্মী আহমেদের স্বামী।’
এসি আরও বলেন,’রিয়াদের বক্তব্য অনুযায়ী ওই পাঁচ লাখ টাকা নেয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র আন্দোলনৈর যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। তিনি এ টাকা দিয়ে তার স্ত্রীর চিকিৎসার খরচ মেটান এবং একটা মোটরসাইকেল কেনেন। বাকি টাকা নিতে শনিবার ওই বাসায় যান তারা।’
জানা গেছে, গুলশানের ৮৩ নম্বর রোডে সংরক্ষিত নারী আসনের সাবেক এক এমপি শাম্মী শাম্মী আহমেদের বাসা। এর আগে ১৭ জুলাই সকালে সমন্বয়ক পরিচয়ে ওই বাসয় গিয়ে এক কোটি টাকা চাঁদা দাবি করে রিয়াদ। টাকা না দিলে ফ্যাসিস্টের দোসর বলে পুলিশে দেবার ভয় দেখায়। তখন তারা ১০ লাখ টাকা চাঁদা নিয়ে আসেন।
এদিকে চাঁদার টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, ১৭ জুলাই সকালে একটি বাসার গেস্ট রুম থেকে টাকা বুঝে নিচ্ছে দুই যুবক। গুলশান থানা পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে, ভিডিওটি গুলশানের ৮৩ নম্বর রোডের শাম্মী আহমেদের বাসার।
তিনজন বহিষ্কার
চাঁদাবাজির ঘটনায় আটকের পর শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে তিনজনকে বহিষ্কার করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহীম হোসেন মুন্না এবং সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাবকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো রকম সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হলো।