ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। রোববার মধ্যরাতে যাত্রাবাড়ী ফ্লাইওভারে তার ব্যক্তিগত গাড়িকে পেছন থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। তখন নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন তিনি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও এই তারকার গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনা প্রসঙ্গে বাপ্পী গণমাধ্যমকে জানান, রোববার দিবাগত রাত ১২টার দিকে নারায়াণগঞ্জ থেকে ঢাকায় ফেরার উদ্দেশ্যে তার গাড়ি যাত্রাবাড়ী ফ্লাইওভারে উঠে স্বাভাবিকভাবে চলছিল। হঠাৎ একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। উল্টে যেতে যেতেও অল্পের জন্য বড় ধরনের ক্ষতি থেকে রেহাই পেয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি স্থিরচিত্রে দেখা যায়, সড়ক বিভাজকে হেলান দিয়ে বিমর্ষ হয়ে বসে আছেন বাপ্পী চৌধুরী। তার একপাশে ক্ষতিগ্রস্ত গাড়ি। তিনি বলেন, ‘আমি এখনও ট্রমার মধ্যে আছি।’

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ এসে ট্রাক আটক করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।
এদিকে ঈদুল আজহায় চ্যানেল আইতে দেখানো হবে বাপ্পী চৌধুরীর নতুন চলচ্চিত্র ‘কুস্তিগীর’। ৮ জুন সকাল ১০টা ১৫ মিনিটে এর টিভি প্রিমিয়ার হবে। সঞ্জয় কান্ত পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করেছেন জাহারা মিতু, সুব্রত, সাবেরী আলম ও মিশা সওদাগর।