সড়ক ছেড়েছেন শিক্ষার্থীরা, আহত বেড়ে ৭৫

টাইমস রিপোর্ট
3 Min Read
শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে সচিবালয় এলাকা রণক্ষেত্রে পরিণত। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস

দিনভর সংঘর্ষের পর সড়ক ছেড়েছেন শিক্ষার্থীরা। পুলিশের কয়েক দফা লাঠিচার্জে এখন পর্যন্ত ৭৫ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের অনেকে ঢাকা মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত সচিবালয় এলাকায় আন্দোলকারী শিক্ষার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শেষে সড়ক ছেড়ে যান শিক্ষার্থীরা, স্বাভাবিক অবস্থায় ফিরেছে সচিবালয় এলাকা।

আহতদের মধ্যে রয়েছেন-মো. হাসান, তানভীর, সাকিব, বেরাতুল, রিফাত, আবির মাহমুদ, তানভীর, রিফাত, বিজন, তামিম, ইমন, সিয়াম, মেহেদী, সাদমান, সামিরা, মারুফ, সাকিব, মাহিম, রোহান, হাসিব, সায়েম, জিদান, রায়হান, রোমান, প্রান্ত, মাহিদ অনতু, বিশাল, ইমরান, আহনাদ, মাহি নাঈম, সাফি, স্বাধীন, তাসিন, ইমরান, ধ্রুব, শান্ত, তামিম, তন্ময়, জিসান, আজাহার, শাহেদ খান, জিসান, পারভেজ, নাঈম, নিহান, নাফিজ, ইমাদ, শাহিন।

মঙ্গলবার সন্ধ্যায় দেখা যায়, শিক্ষার্থীরা এলাকা ছেড়ে যাওয়ার পর সচিবালয়ে আটকে পড়া কর্মকর্তা-কর্মচারীরা এক নম্বর গেট দিয়ে বাড়ি ফিরছেন।

শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে সচিবালয় এলাকা রণক্ষেত্রে পরিণত। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস

এর আগে দুপুরে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নেন রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা সচিবালয়ের এক নম্বর গেট ভেঙে সচিবালয়ে প্রবেশ করে ভাঙচুর চালান।

এদিকে, আন্দোলনকারীদের নিবৃত্ত করতে পুলিশ দফায় দফায় সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করে। কয়েক দফা লাঠিচার্জের পর পিছু হটতে শুরু করে শিক্ষার্থীরা, অবস্থান নেয় গুলিস্তান জাতীয় স্টেডিয়াম মার্কেটের দিকে।

জিরো পয়েন্ট এবং গুলিস্তান এলাকায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশ আবারও টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।

পরে সন্ধ্যায় সড়ক ছাড়েন শিক্ষার্থীরা। এ সময় পুলিশ জিরো পয়েন্ট ছেড়ে সচিবালয় এলাকায় অবস্থান নেয়।

সবশেষ পরিস্থিতি অনুযায়ী, সচিবালয়ে আটকে পড়া কর্মকর্তা-কর্মচারীরা নিরাপদে বের হতে পেরেছেন। সচিবালয়ের সামনে পুলিশ, র‍্যাব, কোস্ট গার্ড এবং বিজিবির সদস্যরা সতর্ক অবস্থানে আছেন।

ঢাকা মেডিকেল কলেজের তথ্যানুযায়ী, পুলিশের কয়েক দফা লাঠিচার্জে এখন পর্যন্ত ৭৫ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের অনেকে ঢাকা মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

এর আগে বিকেল পৌনে চারটার দিকে শিক্ষার্থীরা ফটক খুলে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। এরপর সচিবালয়ের ভেতর পার্কিং অবস্থায় থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। গাড়ি ভাঙচুরের জেরে শিক্ষার্থীদের ওপর চড়াও হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দেন। এরপর সচিবালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এর আগে বেলা আড়াইটার দিকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা ‘ভুয়া ভুয়া’ ও ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’ ইত্যাদি স্লোগান দেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *