শাকিব-সিয়াম: দুজনেই নাকি কেউ না, সিদ্ধান্ত নেননি তুষি

আহমেদ জামান শিমুল
3 Min Read
নাজিফা তুষি। ছবি: সংগৃহীত

নাজিফা তুষি এমনিতেই কম কাজ করেন। দশ বছরের ক্যারিয়ারে কাজের সংখ্যা হাতে গোণা। ‘আইসক্রিম’র পর ‘হাওয়া’ করেছেন লম্বা একটা বিরতি দিয়ে। আবার ‘হাওয়া’ মুক্তির তিন বছর হতে চললো, তার নতুন কোনো ছবি মুক্তি পায়নি। সম্প্রতি শাকিব খান ও সিয়ামের বিপরীতে আলাদা দুটি ছবিতে তিনি নায়িকা হিসেবে থাকছেন, এমনটা শোনা যাচ্ছে। তুষি অবশ্য বলছেন, তিনি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স: ওয়ানস আপন অ্যা টাইমস ইন ঢাকা’ ছবিতে শাকিবের বিপরীতে এবং রায়হান রাফি পরিচালিত ‘আন্ধার’-এ তাকে সিয়াম আহমেদের বিপরীতে দেখা যাবে। এমন খবরে টাইমস অব বাংলাদেশকে রোববার তুষি বলেন, ‘ছবিগুলোর ব্যাপারে আমার সঙ্গে কথা হয়েছে। আমি এখনও সিদ্ধান্ত নেইনি। সবকিছু চূড়ান্ত হওয়ার আগে আসলে তেমন কিছু জানাতে চাই না।’

নাজিফা তুষি। ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, ‘ছবিগুলো নিয়ে এগুলোর পরিচালকদের জিজ্ঞেস করলে সবচেয়ে ভালো হয়।’

এ ছবিগুলোর ব্যাপারে সরাসরি ‘হ্যাঁ’, ‘না’ বললেও তিনি কাজ শেষ করেছেন মেজবাউর রহমান সুমনের ‘রইদ’-এর। অল্প একটু বাকি এন রাশেদ চৌধুরী পরিচালিত ‘সখী রঙ্গমালা’র শুটিং। এছাড়া তিনি কাজ করছেন ‘রেহানা মরিয়ম নূর’ পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদের একটি ওয়েব সিরিজে।

নাজিফা তুষি। ছবি: সংগৃহীত

মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ ২০২০-২১ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছিল, যেখানে প্রযোজক ছিলেন জয়া আহসান। পরবর্তীতে জয়া ছবিটির টাকা ফেরত দেন। এখন সিনেমাটির নতুন প্রযোজক বেঙ্গল ক্রিয়েশনস। ছবিটির বড় একটা অংশের শুটিং হয়েছে শ্রীমঙ্গলে। এতে তুষির বিপরীতে রয়েছেন মোস্তাফিজুর নূর ইমরান।

‘সখী রঙ্গমালা’-তে তুষির চরিত্রের নাম ‘রঙ্গমালা’। এর গল্প আঠারো শতকের নোয়াখালীর জমিদার পরিবারের এক নারীর জীবন ও সংগ্রাম নিয়ে লেখা। এ চরিত্রটি করতে গিয়ে অন্যরকম অনুভূতি হয়েছে তুষির। ছবিটি নিয়ে তিনি পূর্বে বলেছিলেন, ‘প্রায় দুই শ বছর আগের ঐতিহাসিক পটভূমিকায় এ কাজটি করতে গিয়ে ভেতর থেকে একটা তাগিদ অনুভব করেছি—মনে হয়েছে, এই চরিত্রটা আমাকে করতেই হবে। নোয়াখালীর জমিদার পরিবারকে ঘিরে গল্প, আর আমি নিজেও নোয়াখালীর মানুষ—এই যোগসূত্রে একটা আত্মিক টান কাজ করেছে। আর এত গভীর ও তাৎপর্যপূর্ণ চরিত্রের অংশ হতে পারাটা আমার জন্য খুব আনন্দের ও গর্বের। সব মিলিয়ে এই অভিজ্ঞতা দারুণভাবে উপভোগ করছি।’

নাজিফা তুষি। ছবি: সংগৃহীত

২০১৪ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগীতায় প্রথম রানার আপ হয়েছিলেন তুষি। এরপর তিনি রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’-এ অভিনয় করেন। যেখানে তার বিপরীতে ছিলেন শরীফুল রাজ ও কুমার উদয়। তিনি ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’ ও ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’-এ অভিনয় করেছেন। এছাড়া তুষি এনটিভিতে ‘রঙ্গিন পাতা’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *