শপথ নিয়েই যা করবেন ইশরাক

টাইমস রিপোর্ট
2 Min Read
বিএনপি নেতা ইশরাক হোসেন। ফাইল ছবি: বিএনপির মিডিয়া সেল
Highlights
  • বৃহস্পতিবার ইশরাক হোসেনকে ডিএসসিসি’র মেয়র হিসেবে ঘোষণা করে ইসির প্রকাশিত গেজেট স্থগিত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দেয় হাইকোর্ট।

মেয়র হিসেবে শপথ নিয়েই কোরবানি ঈদে নগরকে বর্জ্যমুক্ত ও পরিচ্ছন্ন রাখার প্রতিশ্রুতি দিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। শুক্রবার সকালে ফেসবুক পোস্টে মেয়র হিসেবে তার দায়িত্ব পালনের প্রথম প্রতিশ্রুতি দেন তিনি।

ইশরাক বলেন, ‘শপথ কেবল একটা ফরমালিটি। জনতার মেয়র হিসাবে আমার দায়িত্ব বর্তায় আগামী কোরবানির ঈদের আগে যাতে বর্জ ব্যবস্থাপনার পর্যাপ্ত প্রস্তুতি থাকে।’

‘আমি ঢাকাবাসীকে নিশ্চিত করছি,  উত্তরে মেয়র না আসা পর্যন্ত সেখানকার প্রশাসন ও পরিচ্ছন্ন কর্মীদের দায়িত্ব পালনে সহযোগিতা করব’, বলেন তিনি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে তার করণীয় সম্পর্কে ইশরাক বলেন, ‘দক্ষিণে সাবেক কাউন্সিলর ও বিগত নির্বাচনের প্রার্থীদের সমন্বয় করে একটি জোন ভিত্তিক মনিটরিং টিম এর অনুমোদন দিব। বিকালের মধ্যে (১৬ ঘন্টায়!) একটা স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করার উদ্যোগ গ্রহণ করব।’

‘দক্ষিণ পরিচ্ছন্নকর্মীদের সাথে আমি নিজেও থাকব’, যোগ করেন তিনি।

এর আগে, বৃহস্পতিবার ইশরাক হোসেনকে ডিএসসিসি’র মেয়র হিসেবে ঘোষণা করে ইসির প্রকাশিত গেজেট স্থগিত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দেয় হাইকোর্ট।

বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেন।

আইনজীবী কায়সার কামাল সাংবাদিকদের জানান, রিট খারিজ হওয়ায় ইশরাকের শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা নেই।

তবে রিটকারীর আইনজীবী মোহাম্মদ হোসেন জানান, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে। রোববারের মধ্যেই আবেদন জমা দেওয়ার প্রস্তুতি চলছে।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস জয়ী হন। ফল বাতিল চেয়ে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন ২০২০ সালের মার্চে মামলা করেন।

২০২৪ সালের মার্চে নির্বাচনী ট্রাইব্যুনাল তাপসের জয় বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করে। তবে মেয়র হিসেবে শপথ গ্রহণে ‘আইনি জটিলতার’ কথা জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

এর প্রতিবাদে ১৪ মে থেকে টানা আটদিন নগর ভবনের সামনে ও পরে কাকরাইল মোড়ে ইশরাকের সমর্থকেরা লাগাতার বিক্ষোভ অবস্থান করেন। ফলে আশাপাশের এলাকায় তীব্র যানজটে বাড়ে জনদুর্ভোগ।

সবশেষ, বৃহস্পতিবার হাইকোর্টের রায় এলে ইশরাক ওই অবস্থান কর্মসূচির ইতি ঘোষণা করেন।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *