রাঙামাটির জুড়াছড়ি উপজেলার সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকা থেকে আধার কার্ডসহ মন চন্দ্র চাকমা (২২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, বৃহস্পতিবার সকালে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধীন বগাখালী বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। বাংলাদেশের ভূখণ্ডে অবৈধভাবে প্রবেশকারী মন চন্দ্র চাকমাকে অভিযানকালে আটক করা হয়। তার কাছ থেকে একটি ভারতীয় জাতীয় পরিচয়পত্র (আধার কার্ড) উদ্ধার করা হয়েছে।
আটক মন চন্দ্র ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরি চংতে লংলে এলাকার বাসিন্দা এবং চন্দ্র হানশু চাকমার ছেলে।
বিজিবি আরও জানায়, তিনি চোরাচালান কার্যক্রমের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।