রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

টাইমস রিপোর্ট
2 Min Read
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার দুপুরে রাবির শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান এ প্যানেল ঘোষণা করেন।

প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে রয়েছেন রাবি ছাত্রদলের সহসভাপতি ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ নূর উদ্দিন আবীর। সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন রাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক ও একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাফিউল জীবন। যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে রয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিন বিশ্বাস এষা।

আগামী ২৫ সেপ্টেম্বর রাকসুর ২৩টি পদ, সিনেটের পাঁচটি প্রতিনিধি পদ ও হল সংসদের ১৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের অংশ হিসেবে ছাত্রদল তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করল। পাশাপাশি সিনেট প্রতিনিধি ও ১৭টি হল সংসদের জন্যও প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই এসব তালিকা প্রকাশ করা হবে বলে জানান আমানউল্লাহ আমান।

প্যানেল ঘোষণার সময় উপস্থিত ছিলেন রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সাধারণ সম্পাদক সরদা জহুরুল প্রমুখ।

ঘোষিত প্যানেলের অন্য পদগুলোতে রয়েছেন—ক্রীড়া সম্পাদক পদে নার্গিস খাতুন, সহক্রীড়া সম্পাদক পদে মাহফুজুর রহমান শাওন, সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল কাফী, সহসাংস্কৃতিক সম্পাদক পদে শাহরিয়ার আলম অধী, মহিলাবিষয়ক সম্পাদক পদে স্বপ্না আক্তার, সহমহিলাবিষয়ক সম্পাদক পদে নুসরাত ঈশিতা, তথ্য ও গবেষণা সম্পাদক পদে গাজী ফেরদৌস হাসান, সহতথ্য ও গবেষণা সম্পাদক পদে রেদোয়ানুল ইসলাম হৃদয়, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে রাফায়েতুল ইসলাম রাবিত, সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে নূর নবী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে মারুফ হোসেন, সহবিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে নাইমুল ইসলাম নাঈম, বিতর্ক ও সাহিত্যবিষয়ক সম্পাদক পদে মাসুম বিল্লাহ, সহবিতর্ক ও সাহিত্যবিষয়ক সম্পাদক পদে জিসান বাবু, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক পদে এ. আর. রাফি খান, সহপরিবেশ ও সমাজসেবা সম্পাদক পদে কুঞ্জশ্রী রায় সুলগ্ন (শুভ)।

এ ছাড়া সদস্য পদে রয়েছেন মিনারুল ইসলাম মেঘ, সাইদ হাসান ইবনে রুহুল, মাহবুব মোর্শেদ ইল্লিন ও আশরাফুল ইসলাম।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *