রংপুরে চোর সন্দেহে উত্তেজিত জনতার পিটুনিতে সনাতন ধর্মাবলম্বী দুই ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে ঘটনা তদন্তে গঠন করা হয়েছে কমিটি।
বুধবার রাত ৯টার দিকে পুলিশ সদস্যদের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার এ নির্দেশ দেয় জেলা পুলিশ।
নিহত রুপলাল দাস (৪০) তারাগঞ্জ বাজারে ও প্রদীপ লাল (৩৫) মিঠাপুকুরের গোপালপুর বাজরে জুতা সেলাইয়ের কাজ করতেন।
যে পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত করা হয়েছে তারা হলেন তারাগঞ্জ থানার এসআই আবু জোবায়ের, পুলিশ লাইন্সের এসআই শফিকুল ইসলাম, কনেস্টবল আরিকুদ আখতার জামান, বিরাজ কুমার রায়, হাসান আলী, ফিরোজ কবির, মোক্তার হোসেন ও বাবুল চন্দ্র রায়।
রংপুরের পুলিশ সুপার আবু সাইম বলেন, ‘ঘটনার সময় তারাগঞ্জ থানা এবং পুলিশ লাইন্সের দুটি টিম সেখানে প্রথমে যায়। কিন্তু উত্তেজিত জনতার পরিমাণ বেশি হওয়ায় তারা সেখানে পরিস্থিতি সামাল দিতে পারে নি। এ বিষয়ে তাদের দায়িত্বে কোন অবহেলা ছিল কিনা সেটি খতিয়ে দেখতে দুই জন এসআই ও ছয় কনেস্টেবলকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়েছে।’
অভিযোগ খতিয়ে দেখতে সি সার্কেল সহকারি পুলিশ সুপার আসিফা আফরোজ আদুরীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এর আগে শনিবার রাতে অজ্ঞান পার্টি সন্দেহে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলী এলাকায় ভ্যানসহ রুপলাল রবিদাস ও প্রদীপ লালকে আটক করে স্থানীয়রা। পরে তাদের কাছে চোলাই মদ ও বিভিন্ন ওষুধ পাওয়া যায় বলে সন্দেহ করে স্থানীয়রা। চোলাই মদের বোতল খুললে গন্ধে কয়েকজনের অসুস্থ হয়ে পড়া নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর উত্তেজিত জনতা তাদের পিটুনি দেয়।
পরে গুরুতর আহত রুপলাল ও প্রদীপ লালকে উদ্ধার করে তারাগঞ্জ হাসপাতলে নেওয়া হয়। সেখানে রুপলাল রবিদাসকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রদীপ লাল।
এ ঘটনার প্রতিবাদে রোববার সন্ধ্যায় রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে মরদেহ নিয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। তারা জড়িতদের গ্রেপ্তার ও যথাযথ শাস্তি দাবি করেন।
এ ঘটনায় রুপলালের স্ত্রী মালতি রানী ওরফে ভারতী রানী অজ্ঞাত ৫০০ জনকে আসামী করে হত্যা মামলা করেছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই মধ্যে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।