যৌথ সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ

টাইমস রিপোর্ট
1 Min Read
বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের যৌথ মহড়া শুরু হয়েছে সিলেটে। ছবি: আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের যৌথ মহড়া শুরু হয়েছে সিলেটে।

শুক্রবার (২৫ জুলাই) সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টে প্যারা কমান্ডো ব্রিগেডে ‘টাইগার লাইটনিং-২০২৫’ নামের এ সামরিক মহড়ার উদ্বোধনী অনুষ্ঠান হয়।

আইএসপিআর জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল অ্যাসকট এ উইন্টার।

ছয় দিনব্যাপী এ মহড়া ৩০ জুলাই পর্যন্ত চলবে। এটি বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড ও যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ড যৌথভাবে প্যাসিফিক কমান্ডের তত্ত্বাবধানে পরিচালনা করছে।

এই মহড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী অভিযান, দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে চলমান দৃঢ় সহযোগিতার প্রতিফলন।

‘টাইগার লাইটনিং ২০২৫’-এর মাধ্যমে অংশগ্রহণকারী সেনাদের মধ্যে যৌথ কার্যক্ষমতা বৃদ্ধি, আন্তঃঅভিযান সক্ষমতা উন্নয়ন এবং উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মহড়ায় নেভাডা ন্যাশনাল গার্ডের ৬৬ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের ১০০ জন সদস্য অংশগ্রহণ করছেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, আর্মি এয়ার ডিফেন্স পরিদপ্তরের পরিচালক, মিলিটারি ট্রেনিং ডিরেক্টরেটের পরিচালক এবং প্যারা কমান্ডো ব্রিগেডের কমান্ডার উপস্থিত ছিলেন।

এই মহড়া অংশগ্রহণকারী সেনাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করবে এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর মধ্যে দীর্ঘমেয়াদি সামরিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *