মৌসুমী বায়ুর প্রভাবে দেশজুড়ে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তারা জানিয়েছে, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ। এ কারণে দেশের চট্রগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে জারি করা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত।
বুধবার আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার স্বাক্ষরিত পূর্বাভাস বার্তায় এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বুধবার সকাল ৬টায় সৃষ্ট লঘুচাপ ও মৌসুমি বায়ুর সক্রিয়তার প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ স্থানে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং ক্রমাগত বৃষ্টি হচ্ছে।
এদিন সকাল ৯টা থেকে ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, খুলনা ও বরিশালের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, দেশে এ সময় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।