মুজিবনগরে নারী-শিশুসহ ১৯ জনকে ‘পুশ ইন’ বিএসএফের

টাইমস রিপোর্ট
2 Min Read
মুজিবনগরে নারী-শিশুসহ ১৯ জনকে 'পুশ ইন' করেছে ভারতীয় বিএসএফ। ছবি: ইউএনবি

মেহেরপুরের মুজিবনগরে নারী-শিশুসহ ১৯ জনকে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার ভোরে উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়া হয়।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, ওইদিন ভোরে তারা সীমান্ত অতিক্রম করে উপজেলার কেদারগঞ্জ বাজার এলাকায় অবস্থান নিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরে মুজিবনগর বিজিবি ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হন।

তাদের মধ্যে ৯টি শিশু, ৫ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছেন। আটকেরা হলেন- কুড়িগ্রামের ভুরুঙ্গমারি থানার কাঠগিরি গ্রামের আব্দুল জলিলের মেয়ে মোমেনা খাতুন ও তার তিন ছেলে মোজাম্মেল হক (২৩) মোস্তাক আহমেদ (১৯) এবং কাবিল (১১)।

এছাড়াও কুড়িগ্রামের নাগেশ্বরী থানার জয়মঙ্গল ১১ মাথা গ্রামের জালালউদ্দিনের ছেলে মইনুল ইসলাম, তার স্ত্রী কাঞ্চন বেগম, ছেলে কারণ (১৪), রবিউল (৭) ও মেয়ে মরিয়ম (৪)।

লালমনিরহাট সদর উপজেলার চুঙ্গগাড়া গ্রামের মৃত গনেশ চন্দ্র পালের ছেলে নিতাই চন্দ্র পাল, তার স্ত্রী গীতা রানী পাল, মেয়ে পার্বতী পাল (১৫), পূজা রানী পাল (৭) এবং আরতী পাল (৩)। কুড়িগ্রামের ফুলবাড়ী থানার কুঠিচন্দ্রখানা গ্রামের খলিলের ছেলে আমিনুল ইসলাম, তার স্ত্রী পারুল, এবং তাদের দুই মেয়ে আমেনা (৪) ও আরফিনা (১১ মাস)।

নিজেদের বাংলাদেশের নাগরিক বলে পরিচয় দেন আটকরা। তারা বলেন, বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। দীর্ঘদিন হরিয়ানা রাজ্যে বসবাস করছিলেন। প্রায় ছয়-সাত দিন আগে ভারতীয় কর্তৃপক্ষ আটক করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহরমপুর কারাগারে রাখেন। সেখান থেকে রোববার ভোরে তাদের মুজিবনগরের সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে ‘পুশ ইন’ করা হয়।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আটক ব্যক্তিরা কেদারগঞ্জ বাজারে বিআরটিসি কাউন্টারে অবস্থান করছিলেন। তাদের আটক করে থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে, এরপর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *