পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ।
বুধবার সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মো. পারভেজ (২৬) ও মো. জহিরুল ইসলাম (৩৮) নামে ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়।
কোতয়ালী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে এবং আসামিদের আটক করে।
গত ৯ জুলাই বিকেলে ব্যবসায়িক বিরোধ ও চাঁদাবাজির জেরে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে প্রকাশ্যে খুন হন ভাঙারি ব্যবসায়ী সোহাগ। নির্মম এই হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।
এ ঘটনায় পরদিন নিহতের বড় বোন কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতোমধ্যে মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।