মালয়েশিয়ার কুয়ানটানের পূর্ব উপকূলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি সড়কের পাশের খাদে পড়ে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার স্থানীয় সময় ভোরে কুয়ানটান থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। মালয়েশিয়া টুডে এ তথ্য জানিয়েছে।
নিহত তিনজন হলেন- গাড়িচালক সাব্বের হাসান (৩০), যাত্রী জাহিদ হাসান (২১) এবং আব্দুল্লাহ (২৪)। আহত অপর দুইজন হাবিব বিশ্বাস (৪৫) ও মনিরাম চন্দ্র বসু (৪০) তেংকু আমপুয়ান আফজান হাসপাতালে চিকিৎসাধীন।
কুয়ানটানের ভারপ্রাপ্ত পুলিশপ্রধান আদলি মাত দাউদ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি রাস্তার বাম পাশে খাদে পড়ে। চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়ির রোড ট্যাক্সের মেয়াদ শেষ হয়েছিল চলতি বছরের মে মাসে।
মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের সড়ক নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ তৈরি হয়েছে এই ঘটনায়।