মালয়েশিয়ার সাবাহ প্রদেশে বাংলাদেশি কর্মী নিয়োগ নিয়ে সংঘবদ্ধ চক্রের প্রতারণার প্রমাণ মিলেছে। এ কারণে এসব অসাধু চক্রের ফাঁদে না পড়তে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন।
ইউএনবি জানায়, শুক্রবার হাইকমিশনের পক্ষ থেকে প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর কথা বলে প্রতারকচক্র বাংলাদেশি শ্রমপ্রত্যাশীদের কাছ থেকে পাসপোর্ট ও নগদ অর্থ সংগ্রহ করছে। বিষয়টি হাইকমিশনের নজরে এসেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী নেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে মালয়েশিয়া সরকারের কোনো চুক্তি বা সমঝোতা নেই। একইভাবে সাবাহ প্রদেশ কর্তৃপক্ষের পক্ষ থেকেও বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। এ বিষয়ে উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে।
হাইকমিশন স্পষ্ট করে জানায়, বাংলাদেশ ও সাবাহ প্রদেশ কর্তৃপক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত এ ধরনের প্রলোভনমূলক প্রচারণায় বিভ্রান্ত না হতে হবে। প্রতারকচক্রের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করারও অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া, বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে যদি কোনো অনুমতি দেওয়া হয়, তবে সেটি কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের ওয়েবসাইটে প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।