উত্তরার দিয়াবাড়িতে বিমানবাহিনীর প্রশিক্ষণে নিয়োজিত যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার ১৫ দিন পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আবারও শুরু হয়েছে স্বাভাবিক পাঠদান কার্যক্রম। বুধবার সকালে রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন ক্যাম্পাসে কলেজ ভবনে নির্ধারিত রুটিন অনুযায়ী ক্লাস শুরু হয়।
মাইলস্টোনের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, সকাল সাড়ে আটটার মধ্যেই নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নিজ নিজ ক্লাসরুমে উপস্থিত হয়।
এর আগে গত রোববার কলেজ শাখা খুলে দেওয়া হয়। তবে সেদিন কোনো পাঠদান হয়নি। শিক্ষার্থীরা ক্যাম্পাসে এলেও শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে দোয়া ও শোক অনুষ্ঠানে অংশ নিয়ে বাসায় ফিরে যান।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর যারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে, তাদের জন্য মাইলস্টোন ক্যাম্পাসেই কাউন্সেলিং সেবা চালু করা হয়েছে। মানসিক ট্রমা কাটিয়ে ওঠার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে আলাদা সহায়তা দেওয়া হচ্ছে।
শুধু শিক্ষার্থীরা নয়, বিমান বিধ্বস্তের ভয়াবহতা কাছ থেকে দেখা শিক্ষক ও অভিভাবকেরাও এই কাউন্সেলিং সেবায় অংশ নিচ্ছেন।
গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণে নিয়োজিত একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ নিহত হয়েছেন ৩৪ জন।