মেডিকেল ছাত্রাবাসে বিধ্বস্ত বিমান, পাঁচ শিক্ষার্থী নিহত

টাইমস রিপোর্ট
1 Min Read
আহমেদাবাদের বিজে মেডিক্যাল কলেজের ছাত্রাবাসে আটকে রয়েছে বিধ্বস্ত বিমানের একটি অংশ। ছবি: এনডিটিভি
Highlights
  • নিহতদের মধ্যে চারজন স্নাতক পর্যায়ের শিক্ষার্থী ও একজন পিজি রেসিডেন্ট

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি বিধ্বস্ত হয়। এতে পাঁচজন মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন স্নাতক পর্যায়ের শিক্ষার্থী ও একজন পিজি রেসিডেন্ট।

আহমেদাবাদ থেকে যুক্তরাজ্যের লন্ডনগামী বিমানটি একটি আবাসিক এলাকায় চিকিৎসকদের হোস্টেলের ওপর বিধ্বস্ত হয়েছে। এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ ফ্লাইটটি বৃহস্পতিবার দুপুরে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়। বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন। এর মধ্যে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু সদস্য।

লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করা বিমানটি দুপুর ১টা ৩৮ মিনিটে সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। তবে বিমানটি মাত্র ৮২৫ ফুট উচ্চতায় পৌঁছানোর পরই ভূপতিত হয়। প্রযুক্তিগত ব্যর্থতার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদমাধ্যম বিবিসি বাংলা জানায়,বিমানটি যে মেডিকেল ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয়েছে, সেখানকার ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ভারতের চিকিৎসকদের সংগঠন ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন (ফাইমা) এ তথ্য জানায়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *