সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে ২-০ গোলে হেরে গেল বাংলাদেশ। শুরুটা ছিল আশাব্যঞ্জক, কিন্তু প্রতিপক্ষের আধিপত্যের কাছে থেমে গেল বাংলাদেশ।
ভুটানকে হারিয়ে আত্মবিশ্বাসী শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল। সামনে ছিল আসল চ্যালেঞ্জ, ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষ। শুক্রবার থিম্পুতে সেই পরীক্ষাতেই হোঁচট খেল লাল-সবুজের নারীরা। সামনে নেপাল ও ভুটানের বিপক্ষে ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ।
প্রথমার্ধের শুরুটা আশাব্যঞ্জক ছিল না। মাত্র ১৪ মিনিটেই গোল হজম করে পিছিয়ে যায় বাংলাদেশ। ভারত বল দখল থেকে শুরু করে আক্রমণ সাজানো, সব জায়গাতেই নিজেদের শ্রেষ্ঠত্ব দেখিয়েছে। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ায় তারা। ৭৫ মিনিটে করা সেই গোলই নিশ্চিত করে ২-০ ব্যবধানের জয়।
বাংলাদেশ চেষ্টা করেছে, সেটাই চোখে পড়েছে। মাঝেমধ্যে আক্রমণ তৈরি হলেও শেষ মুহূর্তে ভারতের রক্ষণভাগ ভাঙা যায়নি। গোল শোধের সুযোগ হাতছাড়া হওয়ায় শেষ বাঁশি বাজতেই হতাশ হয়ে মাঠ ছাড়তে হয় লাল-সবুজের মেয়েদের।
এমন হার অবশ্য বাংলাদেশের জন্য নতুন নয়। বয়সভিত্তিক প্রতিযোগিতায় সাম্প্রতিক সময়ে সফলতা এলেও অনূর্ধ্ব-১৭ দলের কাছ থেকে আশার আলো দেখা যায় নি। ২০২৩ সালে প্রথমবার আয়োজিত অনূর্ধ্ব-১৭ সাফে আমন্ত্রিত দল রাশিয়ার কাছে হেরে স্বপ্ন ভাঙার আক্ষেপ ছিল। এবারও ভারতের শক্তির সামনে সেই আক্ষেপ আবার সামনে এল।
তবে সব শেষ হয়ে যায়নি। টুর্নামেন্ট এখনও বাকি। সামনে নেপালের বিপক্ষে পরপর দুটি ম্যাচ আছে বাংলাদেশের। এরপর ভুটানকে হারানোর সুযোগ থাকবে। আর গ্রুপ পর্বের শেষ দিন আবারও ভারতের মুখোমুখি হবে মেয়েরা। সেখানেই নতুন সুযোগ অপেক্ষা করছে প্রতিশোধের।
বাংলাদেশ নারী ফুটবল গত কয়েক বছরে ঘরে-বাইরে অনেক সাফল্য এনে দিয়েছে। বয়সভিত্তিক প্রতিটি স্তরে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ছিনিয়ে এনেছে তারা। অনূর্ধ্ব-১৭ পর্যায়ে শিরোপা এখনও অধরাই, তবে যে লড়াই মেয়েরা করে যাচ্ছে সেটাই ভবিষ্যতের জন্য নতুন ভরসা জোগায়।