কুষ্টিয়ার কুমারখালীতে ভাবিকে ধর্ষণের মামলায় নাইম শেখ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়। শারীরিক পরীক্ষার জন্য ভিকটিমকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
এর আগে মঙ্গলবার দুপুরে ভিকটিমের বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে কুমারখালী থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার নাইম শেখ উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের ইদ্রিস শেখের ছেলে। চলতি বছরে খোর্শেদপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া নাইম নিজ বাড়িতে ভাইয়ের অনুপস্থিতিতে ভাবিকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগে জানা যায়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. সোলাইমান শেখ জানান, ভিকটিমের স্বামী পদ্মানদীতে ট্রলারে কাজ করেন। সোমবার রাতে স্বামী কাজে গেলে দেবর নাইম শেখ ভাবির শয়নকক্ষে প্রবেশ করেন। ভিকটিমের দেড় বছর বয়সী শিশুকে হত্যার হুমকি দিয়ে ভাবিকে জোরপূর্বক ধর্ষণ করেন নাইম।
ভিকটিম তার স্বামীকে ধর্ষণের বিষয়টি জানালে তিনি আপোষ-মীমাংসার কথা বলেন বলে জানান ওসি।
পরে ভিকটিমের বাবা বাদী হয়ে মঙ্গলবার দুপুরে মামলা করেন।
মামলার বাদী বলেন, ‘আমার মেয়েকে তার দেবর জোরপূর্বক ধর্ষণ করেছে। উপযুক্ত শাস্তির প্রত্যাশায় থানায় মামলা করেছি।’
বুধবার দুপুরে ফোনে ভিকটিমের মামা বলেন, ‘ভাগ্নিকে নিয়ে হাসপাতালে পরীক্ষার জন্য এসেছি। তার দেড় বছরের এক বাচ্চা আছে। আসামি নাইম বাচ্চাকে জবাই করে হত্যার হুমকি দিয়ে আমার ভাগ্নিকে ধর্ষণ করেছে।’