বেনাপোলের পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে আক্তারুল ইসলাম (৪০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
সংবাদ সংস্থা ইউএনবি জানায়, গোপন খবরের ভিত্তিতে বিজিবি শুক্রবার রাত ১০টার দিকে পুটখালী গ্রাম থেকে অস্ত্রসহ আক্তারুলকে আটক করে। গ্রেপ্তারকৃত আসামি পুটখালীর আতিয়ার রহমান বাবুর ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার জানান, গ্রেপ্তারের পর তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র-আইনে একটি মামলা হয়েছে।